বাংলা হান্ট ডেস্কঃ আরজি কর হাসপাতালে চিকিৎসকের ধর্ষণ খুনের ঘটনার পর থেকে কর্মবিরতিতে ছিলেন জুনিয়র চিকিৎসকরা (Junior Doctors)। ৪২ দিনের কর্মবিরতি শেষে গত শনিবার থেকে জরুরি পরিষেবা দেওয়া শুরু করেছেন তাঁরা। এখনও অবধি এক সপ্তাহও হয়নি। এর মধ্যেই সামনে এল বড় খবর! ফের একবার রাজ্যের মুখ্যসচিবকে মেল করলেন জুনিয়র ডাক্তাররা।
সাত দফা দাবি জানিয়ে মনোজ পন্থকে মেল (Junior Doctors)
অভিযোগ, রাজ্যের মুখ্যসচিবের সঙ্গে বৈঠকে যে যে প্রতিশ্রুতিগুলি দেওয়া হয়েছিল, তা পালন করা হচ্ছে না। জানা যাচ্ছে, মুখ্যসচিব মনোজ পন্থকে (Chief Secretary) পাঠানো মেলে সাত দফা দাবি তুলে ধরা হয়েছে। জুনিয়র চিকিৎসকদের একটি সূত্র বলছে, এখন পূরণ না হওয়া ওই সকল প্রতিশ্রুতির কথা প্রশাসনকে মনে করিয়ে দেওয়ার জন্যেই মুখ্যসচিবকে এই মেল করা হয়েছে। আপাতত উত্তরের অপেক্ষায় রয়েছেন তাঁরা।
- কী কী দাবি জানানো হয়েছে?
১) সরকারি হাসপাতালগুলিতে ‘থ্রেট কালচার’এর সঙ্গে যুক্তদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে কেন্দ্রীয় স্তরে অনুসন্ধান কমিটি তৈরি করা, ২) প্রত্যেকটি মেডিক্যাল কলেজে ডাক্তারির স্নাতক পড়ুয়া ও আবাসিক চিকিৎসকদের নিয়ে অভ্যন্তরীণ অনুসন্ধান কমিটি বানানো, ৩) রাজ্য মেডিক্যাল কাউন্সিল ও রাজ্য হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের যে যে সদস্যের বিরুদ্ধে ‘থ্রেট কালচার’ প্রশ্রয় দেওয়ার অভিযোগ উঠেছে, সেই সকল সদস্যের বিরুদ্ধে রাজ্যের অনুসন্ধান কমিটি তৈরি করা। আগামী ৭টি কর্মদিবসের মধ্যে এই কাজ সম্পন্ন করা।
আরও পড়ুনঃ ঘুরে যাবে ‘খেলা’! বসিরহাটের TMC সাংসদের মৃত্যুর পর ফের ভোটে রেখা পাত্র? বড় আপডেট
৪) রাজ্যের মেডিক্যাল কলেজগুলিতে ছাত্র প্রতিনিধি নির্বাচনের জন্য গণতান্ত্রিক পদ্ধতিতে ভোটের ব্যবস্থা করা। এর জন্য শীঘ্রই কলেজ কাউন্সিলের বৈঠক ডাকার জন্য রাজ্যের মেডিক্যাল কলেজগুলিকে নির্দেশ প্রদান করা, ৫) সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী রাজ্যের প্রত্যেক মেডিক্যাল কলেজে সিনিয়র চিকিৎসক, জুনিয়র চিকিৎসক (Junior Doctors), নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মীদের প্রতিনিধিদের নিয়ে টাস্ক ফোর্স অথবা নজরদারি কমিটি তৈরি করা, ৬) ওয়েস্ট বেঙ্গল সার্ভিস রুল অনুসারে ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদের জন্য যথাযথ ও স্বচ্ছ বদলি নীতি কার্যকর করা এবং ৭) কলেজ কাউন্সিল, রোগী কল্যাণ সমিতি, অভ্যন্তরীণ কমিটি ও র্যাগিং প্রতিরোধ কমিটিতে সিনিয়র চিকিৎসক, জুনিয়র চিকিৎসক, নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মীদের প্রতিনিধিত্ব এবং এই কমিটিগুলিতে আগামী ৭টি কর্মদিবসের মধ্যে সক্রিয় করে তোলা।
এই সাতটি দাবি জানিয়ে ফের একবার মুখ্যসচিব মনোজ পন্থকে মেল করেছেন জুনিয়র চিকিৎসকরা (Junior Doctors)। এর আগে গত ১৮ সেপ্টেম্বর নবান্নে মনোজ পন্থের সঙ্গে বৈঠক করেছিলেন তাঁরা। জুনিয়র ডাক্তারদের একটি সূত্র মারফৎ খবর, ওই বৈঠকে ১৫টি বিষয়ে উভয় পক্ষ সহমত হয়েছিল। লিখিত আকারে সেই বৈঠকের নির্যাসের একটি খসড়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দফতরে পাঠিয়েছিলেন তাঁরা।