পঞ্চমী সকাল ৯টা থেকে রাত ৯টা…! পুজোর মধ্যেই বিরাট কর্মসূচি ঘোষণা জুনিয়র ডাক্তারদের

বাংলা হান্ট ডেস্কঃ একদিকে দুর্গাপুজো, অন্যদিকে আমরণ অনশনে বসেছেন ৭ জন জুনিয়র ডাক্তার। ধর্মতলায় চলছে তাঁদের অবস্থান। এবার সেখান থেকে পঞ্চমীতে বিরাট কর্মসূচির ঘোষণা করা হল। পুজোর মধ্যেই রাজ্যজুড়ে বড় কর্মসূচির ডাক দিলেন জুনিয়র চিকিৎসকরা (Junior Doctors)।

  • পঞ্চমীতে কী কর্মসূচি ঘোষণা করা হল (Junior Doctors)?

এদিন ধর্মতলার অনশন মঞ্চ থেকে ঘোষণা করা হল, আগামীকাল সকাল ৯টা থেকে রাত ৯টা অবধি পশ্চিমবঙ্গের প্রত্যেকটি মেডিক্যাল কলেজে প্রতীকী অনশন (Hunger Strike) হবে। জুনিয়র ডাক্তারদের পাশাপাশি সিনিয়র চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীরাও ১২ ঘণ্টার এই অনশন করবেন বলে জানিয়েছে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট।

এখানেই শেষ নয়! পঞ্চমীর দিন জুনিয়র চিকিৎসকরা একটি মহামিছিলেরও ডাক দিয়েছেন। মঙ্গলবার বিকেল ৪টে থেকে কলেজ স্কোয়্যার থেকে মিছিল শুরু হবে। যাবে ধর্মতলার অনশন মঞ্চ অবধি। এই মহামিছিলে জুনিয়র চিকিৎসকদের (Junior Doctors) পাশাপাশি নাগরিক সমাজকেও যোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

আরও পড়ুনঃ স্বস্তিকার খোঁপার গাঁদা ফুলে ‘ক্লিন বোল্ড’ কুণাল? নায়িকার ছবি শেয়ার করে লিখলেন …

গত আগস্ট মাসে আরজি কর কাণ্ডের পর থেকেই প্রতিবাদে সরব জুনিয়র চিকিৎসকরা। একটানা ৪২ দিনের কর্মবিরতিতে ছিলেন তাঁরা। এরপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এবং মুখ্যসচিব মনোজ পন্থের সঙ্গে বৈঠকের পর জরুরি পরিষেবায় যোগ দেন। কিন্তু সাগর দত্ত হাসপাতালের রোগীর আত্মীয়দের হামলার ঘটনার পর ফের পরিস্থিতি অন্যদিকে বাঁক নেয়।

Junior doctors hunger strike

জুনিয়র চিকিৎসকদের তরফ থেকে পূর্ণ কর্মবিরতির ডাক দেওয়া হয়। এরপর সিনিয়রদের সঙ্গে কথা বলার পর কর্মবিরতি প্রত্যাহার করলেও আমরণ অনশনে বসেন ৬ জন জুনিয়র চিকিৎসক। মঙ্গলবার যোগ দিয়েছেন আরজি করের অনিকেত মাহাতো। জুনিয়র ডাক্তারদের (Junior Doctors) আমরণ অনশনের আজ তৃতীয় দিন। এবার পঞ্চমীর দিন রাজ্যজুড়ে সকল মেডিক্যাল কলেজে প্রতীকী অনশন এবং শহর কলকাতায় এক মহামিছিলের ডাক দেওয়া হল।

আরজি কর কাণ্ডের প্রেক্ষিতে ১০ দফা দাবি সামনে রেখে বর্তমানে অনশন করছেন ৭ জন জুনিয়র ডাক্তার। ধর্মতলা চত্বরে ১৬৩ ধারা জারি রয়েছে, পুলিশের তরফ থেকেও অনুমতি মেলেনি। তবু সেখানে অনশন চালিয়ে যাচ্ছেন তাঁরা। এই বিষয়ে আজ কলকাতার পুলিশ কমিশনার মনোজ বর্মাকে জিজ্ঞেস করা হয়, পুলিশই ধর্মতলায় ১৬৩ ধারা জারি করেছে। তা সত্ত্বেও সেখানে জুনিয়র চিকিৎসকরা অবস্থান করছেন। পুলিশ কী করবে? জবাবে সিপি শুধু বলেন, ‘এই বিষয়ে উপযুক্ত পদক্ষেপ করা হবে’।


Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর