বাংলা হান্ট ডেস্কঃ আরজি কর কাণ্ডের পর থেকেই প্রতিবাদে সরব জুনিয়র ডাক্তাররা। এখনও ধর্মতলায় আমরণ অনশন চলছে। এই আবহে এবার ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট সম্বন্ধে একাধিক তথ্য তুলে ধরে সুর চড়ালেন তৃণমূল নেতা কুণাল ঘোষ (Kunal Ghosh)। শনিবার সকালে এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করে আক্রমণ শানান তিনি।
জুনিয়র ডাক্তারদের অ্যাকাউন্ট ব্যালেন্স কত? ফাঁস করলেন কুণাল (Kunal Ghosh)
এদিন একটি সংবাদপত্রের ছবি শেয়ার করে তৃণমূল (Trinamool Congress) নেতা একটি দীর্ঘ পোস্ট করেন। দাবি করেন, ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট নিজেদের সংস্থাকে এনজিও হিসেবে নথিভুক্ত করিয়েছে। কলকাতা হাইকোর্টের এইচডিএফসি ব্রাঞ্চে জুনিয়র চিকিৎসকদের সংগঠনের অ্যাকাউন্ট রয়েছে।
সংবাদ: 1) ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট NGO হিসেবে নথিভুক্তি করিয়েছে।
2) HDFCর হাইকোর্ট শাখায় অ্যাকাউন্ট।
3) 16/10/24-এ ব্যালেন্স 1 কোটি 70 লক্ষ টাকা।
4) সংস্থার ইউনিক আইডি WB/2024/0452681.
5) নথিভুক্ত উদ্দেশ্য: বিনামূল্যে রক্তদান, স্বাস্থ্য, চক্ষুশিবির।
6) ঠিকানা:… pic.twitter.com/KH9ePYZ7FN— Kunal Ghosh (@KunalGhoshAgain) October 19, 2024
একটি প্রতিবেদনের বরাত দিতে তৃণমূল (TMC) নেতার দাবি, ১৬ অক্টোবর ২০২৪ সালে সংশ্লিষ্ট অ্যাকাউন্টে ১ কোটি ৭০ লক্ষ টাকা ব্যালেন্স রয়েছে। নিজের পোস্টে উক্ত সংস্থার আইডি এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর উল্লেখ করেছেন কুণাল। নথিভুক্তির উদ্দেশ্য- বিনামূল্যে রক্তদান, স্বাস্থ্য, চক্ষুশিবির। ঠিকানা- আরজি কর, কেবি হস্টেল, রুম ৩২। ডিড- কিঞ্জল নন্দের নামে বলে দাবি করেছেন তিনি।
আরও পড়ুনঃ ‘দানা’র দাপটে দুর্যোগের আশঙ্কা! সকাল থেকেই বৃষ্টি শুরু! বাংলায় ঘূর্ণিঝড়ের কতখানি প্রভাব?
কুণালের (Kunal Ghosh) দাবি, ওই অ্যাকাউন্টের হোল্ডার অনিকেত মাহাতো, অর্ণব মুখোপাধ্যায় এবং রাজদীপ সাউ। এই সকল তথ্য তুলে ধরে বেশ কিছু প্রশ্নও তুলে ধরেছেন তৃণমূল নেতা। একইসঙ্গে পূর্ণাঙ্গ তদন্তের কথাও বলেছেন তিনি।
কুণাল লেখেন, ‘টাকা দিচ্ছে কারা? কারা চায় আন্দোলনের নামে সরকারি হাসপাতাল অস্থির থাকুক? তাতে কাদের লাভ? সরকারি ঠিকানায় সরকারের অনুমতি ছাড়া নথিভুক্ত এনজিও থাকে কী করে? এটা ছাড়াও আরও অ্যাকাউন্টে টাকা ঢুকছে বলে খবর। সেগুলিও খতিয়ে দেখা দরকার। পূর্ণাঙ্গ তদন্ত দরকার। সংশ্লিষ্ট প্রত্যেককে তদন্তের আওতায় আনা প্রয়োজন’।