সুপ্রিম শুনানির আগেই বিরাট সিদ্ধান্ত! জুনিয়র ডাক্তারদের এক ঘোষণায় তোলপাড়

বাংলা হান্ট ডেস্ক: আরজি কর হাসপাতালে চিকিৎসক ধর্ষণ খুনের ঘটনার পর থেকে কর্মবিরতিতে ছিলেন জুনিয়র ডাক্তাররা। সম্প্রতি সেই কর্মবিরতিতে ইতি পড়েছে। তবে এবার ফের কর্মবিরতি করার হুঁশিয়ারি দিলেন তাঁরা (Junior Doctors)। সাগর দত্ত মেডিক্যাল কলেজ হাসপাতালে যেমন কর্মবিরতি চলছে তেমনটাই চলবে বলে জানানো হয়েছে।

শনিবার জেনারেল বডির বৈঠকের পর জানানো হয়, সোমবার বিকেল থেকে রাজ্যের সকল মেডিক্যাল কলেজ ও হাসপাতালগুলিতে পূর্ণ কর্মবিরতি চলবে। সোমবার সুপ্রিম কোর্টে (Supreme Court) আরজি কর মামলার শুনানি রয়েছে। আপাতত সেই শুনানির দিকেই তাকিয়ে রয়েছেন সকলে। এই প্রসঙ্গে এক জুনিয়র ডাক্তার বলেন, ‘হাসপাতালের সুরক্ষা নিয়ে সোমবার সুপ্রিম কোর্টে রাজ্য সরকার কী জানায় এবং শীর্ষ আদালত কী বলে সেটা দেখার পরেই কর্মবিরতিতে যাব’।

শুক্রবার রাতে একজন রোগীর মৃত্যুকে কেন্দ্র করে সাগর দত্ত হাসপাতালে উত্তেজনা ছড়ায়। রোগীর পরিবারের সদস্যরা সাগর দত্তের চারতলায় উঠে জুনিয়র চিকিৎসকদের (Junior Doctors) ওপর হামলা চালান বলে খবর। এমনকি ফিমেল ওয়ার্ডে ভাঙচুর করা হয় বলে খবর। অভিযোগ, মহিলা ডাক্তারদেরও ঘর থেকে বের করে মারধর করা হয়।

আরও পড়ুনঃ এবার সপ্তম পে কমিশনের আওতায় মিলবে বেতন! রাজ্য সরকারি কর্মীদের নিয়ে বড় নির্দেশ হাইকোর্টের

এই ঘটনায় ৭ জন চিকিৎসক, নার্স আহত হয়েছেন বলে খবর। এরপর ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেয় পুলিশ। এরপরেই হাসপাতালে সুরক্ষার কথা ভেবে কর্মবিরতি শুরু করে জুনিয়র ডাক্তাররা। এরপর শনিবার থেকে নার্সরাও সেই কর্মবিরতিতে যোগ দেন। এদিকে সাগর দত্তের ঘটনা সামনে আসতেই সেখানে হাজির হন ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের প্রতিনিধিদল। আন্দোলনকারী চিকিৎসকদের ‘মুখ’ অনিকেত মাহাতো, দেবাশিস হালদাররাও উপস্থিত হয়েছিলেন সেখানে। সাগর দত্তের (Sagore Dutta Hospital) প্রতিবাদকারী ডাক্তারদের সঙ্গে কথা বলেন তাঁরা৷

গতকাল দুপুরেই সাগর দত্তে যান রাজ্যের স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগম। ব্যারাকপুরের পুলিশ কমিশনার অলোক রাজোরিয়াও সেখানে হাজির হয়েছিলেন। এদিকে স্বাস্থ্যসচিব সাগর দত্ত কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেন। অন্যদিকে ব্যারাকপুরের পুলিশ কমিশনার পরিস্থিতি খতিয়ে দেখে সুরক্ষা সুনিশ্চিত করার আশ্বাস দেন তিনি। তবে সেখানকার জুনিয়র ডাক্তাররা (Junior Doctors) বলেন, তাঁদের ১০ দফা দাবি পূরণ না হওয়া অবধি কর্মবিরতি চলবে।

Junior doctors

এদিকে গতকাল সন্ধ্যায় ফের জিবি মিটিংয়ে বসেন জুনিয়র ডাক্তাররা। তাঁরা বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও মুখ্যসচিব মনোজ পন্থের থেকে সুরক্ষার বিষয়ে আশ্বাস পাওয়ার পর কর্মবিরতি তোলার সিদ্ধান্ত নিয়েছিলেন তাঁরা। তবে সেই কথা দেওয়া হলেও সেই বিষয়ে যে কোনও কাজ হয়নি তা সাগর দত্তের ঘটনাতেই পরিষ্কার বলে জানান আন্দোলনকারী চিকিৎসকরা (Junior Doctors)।

সুরক্ষার অভাবের কথা জানিয়ে ফের একবার পূর্ণ কর্মবিরতিতে ফেরার হুঁশিয়ারি দিয়েছেন জুনিয়র চিকিৎসকরা। একইসঙ্গে সাগর দত্তেও এখন কর্মবিরতি চলবে বলে জানানো হয়েছে। রবিবার সন্ধ্যায় হাসপাতাল থেকে ডানলপ মোড় অবধি মোমবাতি মিছিল করার কথা বলা হয়েছে। শুধু আন্দোলনকারীরাই নন, সেখানে সমাজের সর্বস্তরের মানুষদের হাজির হওয়ার কথা বলা হয়েছে।


Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর