কর্মবিরতি প্রত্যাহার জুনিয়র ডাক্তারদের! সাথে বেঁধে দিলেন ডেডলাইন, দাবি পূরণ না হলে আমরণ অনশন

বাংলা হান্ট ডেস্ক : অবশেষে কর্মবিরতি প্রত্যাহার করল জুনিয়র ডাক্তাররা (Junior Doctor)। সকাল থেকেই চলছিল কর্ম বিরতি প্রত্যাহারের জল্পনা। এবার সেই জল্পনাই সত্যি হলো। একপ্রকার বাধ্য হয়ে কর্মবিরতি থেকে প্রত্যাহার নিতে হলো জুনিয়র ডাক্তারদের (Junior Doctor)। সেকথাই শোনা গেল তাদের গলায়। ধর্মতলা থেকেই এই ঘোষণা করলেন জুনিয়র ডাক্তাররা (Junior Doctor)। কর্মবিরতি প্রত্যাহার করলেও তারা বার্তা দিয়ে দিয়েছেন, এত সহজে তাদের এই প্রতিবাদের দাবি থামবে না। কাজের যোগদানের পাশাপাশি লাগাতার আন্দোলন চলতেই থাকবে।

জুনিয়র ডাক্তারদের (Junior Doctor) কর্ম বিরতি প্রত্যাহার

এদিন দেবাশিস হালদার বলেন, “পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী, ধর্মতলার ডোরিনা ক্রসিংয়ে লাগাতর অবস্থান বিক্ষোভের ডাক দিচ্ছি। আমরা কাজে ফিরছি। আর এখানে বসে থেকে বুঝিয়েও দিচ্ছি, আমরা ন্যায় বিচারের দাবিতে রাস্তাতেও আছি।”

কর্মবিরতি প্রত্যাহারের পাশাপাশি জুনিয়র ডাক্তাররা সাথে ডেডলাইন বেঁধে দিয়েছে সরকারকে। ২৪ ঘন্টার মধ্যে তাদের দাবি পূরণ না হলে আমরণ অনশন করবেন। সঙ্গে করে তারা একটি ঘড়ি দেখিয়ে হুঁশিয়ারি দেন, প্রতি মিনিট, প্রতি ঘন্টা, প্রতি সেকেন্ড সমস্ত কিছু হিসাব হবে এই ঘড়িতে। আর এই ঘড়ি থাকবে অবস্থান মঞ্চেই। দশ দফার দাবি নিয়ে এদিন তারা মিছিলে নামেন। কিন্তু এইবার দশ দফার দাবির সাথে জুড়ে গেলো নতুন একটি দাবি।

আরও পড়ুন : আরজি কর কাণ্ডের দিন একাধিক ফোন! কাকে কাকে ফোন করেছিলেন সন্দীপ? CBI-এর হাতে কল লিস্ট

আসলে শুক্রবার এসএসকেএম থেকে মিছিল করে ধর্মতলায় পৌঁছন জুনিয়র ডাক্তারেরা। ১০ দফা দাবি নিয়েই মিছিল শুরু করতে দেখা যায়। কিন্তু তখনো পর্যন্ত জুনিয়র ডাক্তারদের এই সিদ্ধান্তের কথা কেউ জানতেন না। তবে ধর্মতলা পৌঁছতেই উত্তপ্ত হয়ে গোটা চত্বর। অভিযোগ ওঠে, ধর্মতলার y চ্যানেলের সামনে জুনিয়র ডাক্তারদের এক সহযোদ্ধার সঙ্গে পুলিশ অত্যন্ত অনমনীয় ব্যবহার করেন।

কিন্তু পুলিশ কেন এমন করলেন এর উত্তর দেননি পুলিশ কর্মকর্তারা। এরফলে দশ দফা দাবির সঙ্গে জুড়ে গেল নতুন আরেকটি দাবি। যে পুলিশ আধিকারিক এই ঘটনা ঘটিয়েছেন তাকে ক্ষমা চাইতে হবে। নইলে আগামী দিনে এই আন্দোলন আরো ব্যাপক মুখ নিতে পারে।

RG Kar 3

ধর্মতলা থেকে এদিন অনিকেত মাহাতো বলেন, “কর্মবিরতি যদি অন্তরায় হয়ে দাঁড়ায়, তাহলে এই কর্মবিরতি তুলে নিলাম। তবে কর্মবিরতি তুলছি মানে এই নয়, আন্দোলন শেষ হচ্ছে।” সেইসাথে এদিন তার গলায় শোনা যায়, আগামীকাল রাত সাড়ে আটটা অবধি সময় রয়েছে, এই সময়ের মধ্যে দাবি না মেনে নেয় তাহলে অনশন শুরু হবে। এমনটাই জানান তিনি। এখন আগামীকালের অপেক্ষা! কি হয় সেটাই নজর।


Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর