বাংলা হান্ট ডেস্কঃ আরজি কর কাণ্ডের পর থেকে জুনিয়র ডাক্তারদের আন্দোলন চলছে। এই নিয়ে ইতিমধ্যেই নানান মহল থেকে নানান প্রতিক্রিয়া এসেছে। তৃণমূল নেতা কুণাল ঘোষও (Kunal Ghosh) এই বিষয়ে বহুবার সরব হয়েছেন। কখনও জুনিয়র ডাক্তারদের আন্দোলন নিয়ে কখনও আবার অনশন নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন তিনি। এবার তাঁকে নিয়ে বড় সিদ্ধান্ত নিয়ে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট।
কুণাল ঘোষকে (Kunal Ghosh) নিয়ে কী সিদ্ধান্ত নিলেন জুনিয়র ডাক্তাররা?
জুনিয়র চিকিৎসকদের আন্দোলন-অনশন নিয়ে কুণাল একাধিক প্রতিক্রিয়া দিলেও জুনিয়র চিকিৎসকদের তরফ থেকে পাল্টা তেমন কোনও জবাব আসেনি। উল্টে তাঁরা তৃণমূল (Trinamool Congress) নেতার মন্তব্যকে বিশেষ ‘পাত্তা’ দিতে নারাজ। এবার তাঁকে নিয়েই বড় সিদ্ধান্ত নেওয়া হল।
রবিবার জিবি মিটিংয়ের পর জুনিয়র ডাক্তারদের আন্দোলনের অন্যতম ‘মুখ’ দেবাশিস হালদার কুণালকে (Kunal Ghosh) নিয়ে মুখ খোলেন। বলেন, ‘ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট কুণাল ঘোষকে নিয়ে কোনও মন্তব্য করবে না। এটা আমাদের অবস্থান। আমাদের আন্দোলন ভারতবর্ষ সহ সম্পূর্ণ বিশ্বে যে জায়গায় পৌঁছেছে, সেখানে কুণাল ঘোষের মতো একজন অভদ্র ব্যক্তির প্রতিক্রিয়া দেওয়া কিংবা ফুটেজ দেওয়ার কোনও প্রয়োজনবোধ আমরা করি না। আমরা তাঁকে কোনও ফুটেজ দিতে চাই না’।
আরও পড়ুনঃ ‘২৯ অক্টোবর..,’ DA আদায় করতে এবার বড় পদক্ষেপ! কি ঘটতে চলেছে? চাপ বাড়ছে রাজ্য সরকারের
তৃণমূল নেতাকে নিয়ে জুনিয়র ডাক্তারদের (Junior Doctors) এই সিদ্ধান্ত নিয়ে ইতিমধ্যেই জোর শোরগোল পড়ে গিয়েছে। তাঁকে ‘ফুটেজ’ না দেওয়ার যে সিদ্ধান্ত চিকিৎসকরা নিয়েছেন, তা নিয়ে নানান মহলে চর্চা শুরু হয়েছে।
উল্লেখ্য, তৃণমূল কংগ্রেসের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বহুদিন আগেই দলের কর্মীদের স্পষ্ট বলেছিলেন, চিকিৎসকদের উদ্দেশে কোনও কটু কথা নয়। তা সত্ত্বেও অবশ্য জোড়াফুল শিবিরের বহু নেতাকে এই নিয়ে মুখ খুলতে দেখা গিয়েছে। তাঁদের মধ্যে অন্যতম হলেন কুণাল।
জুনিয়র চিকিৎসকদের আন্দোলন, অনশন নিয়ে সমাজমাধ্যমে প্রায়ই নানান পোস্ট করেন এই তৃণমূল নেতা। সম্প্রতি জুনিয়র চিকিৎসকদের দশ দফা দাবির পাল্টা তেরো দফা দাবিও তুলেছিলেন তিনি। এবার সেই কুণালকে (Kunal Ghosh) নিয়েই নিজেদের অবস্থান স্পষ্ট করে দিলেন জুনিয়র ডাক্তাররা।