দ্রোহ কার্নিভাল পণ্ড করতেই ১৬৩ ধারা? সোজা হাইকোর্টের দ্বারস্থ জুনিয়র ডাক্তাররা

বাংলা হান্ট ডেস্কঃ দুর্গাপুজো কার্নিভালের দিন দ্রোহ কার্নিভালের ডাক। উৎসবের মেজাজেই মিশতে চলেছে প্রতিবাদের সুর! এদিকে একইদিনে দুই কর্মসূচি হওয়ায় ইতিমধ্যেই ধর্মতলার আশেপাশের কিছু এলাকায় ১৬৩ ধারা জারি করেছে কলকাতা পুলিশ। এবার এই নিয়েই সোজা কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হলেন জুনিয়র ডাক্তাররা।

  • ধর্মতলায় ১৬৩ ধারা! হাইকোর্টে (Calcutta High Court) জুনিয়র ডাক্তাররা

জানা যাচ্ছে, রানি রাসমণি অ্যাভিনিউয়ে কলকাতা পুলিশের ১৬৩ ধারাকে চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে মামলা দায়ের করা হয়েছে। প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমকে (Justice TS Sivagnanam) ইমেল করেছেন জুনিয়র চিকিৎসকদের আইনজীবীরা। আজ দুপুর ২টো নাগাদ বিচারপতি রবি কিষাণ কাপুরের বেঞ্চে শুনানি হতে পারে। ইতিমধ্যেই শুনানির জন্য বিশেষ বেঞ্চ গঠিত হয়েছে বলে খবর।

মঙ্গলবার রেড রোডে দুর্গাপুজো কার্নিভাল রয়েছে। আগেই দিনক্ষণ ঘোষণা হয়ে গিয়েছিল। একইদিনে দ্রোহ কার্নিভালের ডাক দিয়েছে চিকিৎসক সংগঠন জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস। একইসঙ্গে দুই কর্মসূচি হওয়ায় অশান্তির আশঙ্কা করছে কলকাতা পুলিশ (Kolkata Police)। সেই কারণে আজ সকালে একটি বিজ্ঞপ্তি জারি করে ধর্মতলার আশেপাশে কিছু এলাকায় জমায়েত নিষিদ্ধ করার কথা জানানো হয়। একইসঙ্গে ১৬৩ ধারা জারি করার কথাও বলা হয়।

আরও পড়ুনঃ অন ক্যামেরা! ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ময়নাতদন্ত! নাবালিকা ধর্ষণ হত্যাকাণ্ডে বিরাট নির্দেশ হাইকোর্টের

আজ সকালে একটি বিজ্ঞপ্তি জারি করে অন্তত ৭টি জায়গায় জমায়েত নিষিদ্ধ করার কথা বলেছেন কলকাতার পুলিশ কমিশনার মনোজ বর্মা (Manoj Verma)। রানি রাসমণি রোড, মেয়ো রোড থেকে শুরু করে আউটরাম রোড, অ্যাকাডেমি অফ ফাইন আর্টস সহ বেশ কিছু রাস্তার নাম রয়েছে সেখানে।

Calcutta High Court

এবার জানা যাচ্ছে, রানি রাসমণি অ্যাভিনিউয়ে ১৬৩ ধারাকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হয়েছেন জুনিয়র চিকিৎসকরা। আজ দুপুর ২টো নাগাদ এই মামলার শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে। সেখানে উচ্চ আদালতের তরফ থেকে কী নির্দেশ দেওয়া হয় আপাতত সেদিকেই নজর রয়েছে সকলের।


Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর