ফের পূর্ণ কর্মবিরতি! কথা রাখতে পারেনি সরকার! তোলপাড় করা ঘোষণা জুনিয়র ডাক্তারদের

বাংলা হান্ট ডেস্কঃ আরজি কর হাসপাতালে চিকিৎসক ধর্ষণ খুনের ঘটনার পর থেকে কর্মবিরতিতে ছিলেন জুনিয়র চিকিৎসকরা (Junior Doctors)। বহুবার কাজে ফেরার আর্জি জানিয়েও লাভ হয়নি। এরপর মুখ্যমন্ত্রী ও মুখ্যসচিবের সঙ্গে বৈঠকের পর সম্প্রতি জরুরি পরিষেবায় যোগ দিয়েছিলেন তাঁরা। তবে সোমবার আরজি কর মামলার ‘সুপ্রিম শুনানি’র পর ফের পূর্ণ কর্মবিরতিতে ফেরার কথা ঘোষণা করলেন জুনিয়র চিকিৎসকরা।

  • জিবি মিটিংয়ের পর পূর্ণ কর্মবিরতিতে ফেরার সিদ্ধান্ত (Junior Doctors)

গত শনিবার পূর্ণ কর্মবিরতিতে ফেরার হুঁশিয়ারি দিয়েছিল ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট। সোমবার সুপ্রিম কোর্টে কী হয় সেদিকে নজর থাকবে বলে জানানো হয়। হাসপাতালের নিরাপত্তা নিয়ে শীর্ষ আদালতে (Supreme Court) সরকার কী জানায় সেটা দেখার পরেই সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানানো হয়েছিল সেদিন। গতকাল শুনানি শেষে নিজেদের সিদ্ধান্ত ঘোষণা করলেন জুনিয়র চিকিৎসকরা।

   

কর্মক্ষেত্রে সুরক্ষার প্রতিশ্রুতি পালনে সরকার ব্যর্থ, এই দাবি জানিয়ে ফের পূর্ণ কর্মবিরতিতে ফেরার কথা জানালেন জুনিয়র চিকিৎসকরা (Junior Doctors)। গতকাল দীর্ঘ সময় ধরে জিবি মিটিংয়ের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়। আন্দোলনকারী ডাক্তারদের তরফ থেকে জানানো হয়, ‘থ্রেট কালচারে’র মাথাদের বিরুদ্ধে সরকারের তরফ থেকে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। সেই সঙ্গেই কর্মক্ষেত্রে সুরক্ষার প্রতিশ্রুতি রাখতেও সরকার ব্যর্থ।

আরও পড়ুনঃ পুজোর আগেই লক্ষ্মীলাভ! এবার বেতন বাড়ল এই কর্মীদের! কার পকেটে ঢুকবে কত?

জানা যাচ্ছে, সর্বোচ্চ আদালতে বিচার বিলম্বিত হওয়াতেও জুনিয়র চিকিৎসকরা ‘ক্ষুব্ধ ও হতাশ’। এমতাবস্থায় ১০ দফা দাবি সামনে রেখে ফের পূর্ণ কর্মবিরতিতে ফেরার কথা ঘোষণা করলেন তাঁরা। এদিকে এই সিদ্ধান্তের ফলে ফের সরকারের (Government of West Bengal) চাপ বাড়তে পারে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

Junior doctors

উল্লেখ্য, গত শনিবার জেনারেল বডি মিটিংয়ের পরেই জুনিয়র চিকিৎসকরা (Junior Doctors) জানিয়েছিলেন, সোমবার বিকেল থেকে রাজ্যের সকল হাসপাতাল ও মেডিক্যাল কলেজে তাঁরা পূর্ণ কর্মবিরতি করবেন। তাঁদের দাবি, সুপ্রিম কোর্টের তরফ থেকে রাজ্যকে যে নির্দেশ দেওয়া হয়েছে সেটা মানা হচ্ছে না। সম্প্রতি সাগর দত্ত হাসপাতালে হামলার ঘটনার পর ফের একবার প্রশ্নের মুখে এসে দাঁড়িয়েছে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সুরক্ষার ব্যাপারটা। সব মিলিয়ে তাই ফের একবার পূর্ণ কর্মবিরতিতে ফেরার সিদ্ধান্ত নিলেন জুনিয়র চিকিৎসকরা।

ad2
Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর