বুধবার দুপুর ৩টেয়…! কালীপুজোর আগেই তুলকালাম! বিরাট কর্মসূচি ঘোষণা জুনিয়র ডাক্তারদের

বাংলা হান্ট ডেস্কঃ আরজি কর হাসপাতালে ধর্ষণ খুনের ঘটনা ঘটেছে প্রায় ৩ মাস হতে চলল। এখনও এই নিয়ে প্রতিবাদে সরব জুনিয়র ডাক্তাররা (Junior Doctors)। আন্দোলনের ঝাঁঝ এতটুকু কমেনি। ন্যায়বিচারের দাবিতে লড়াই অব্যাহত। এবার যেমন কালীপুজোর আগেই বিরাট কর্মসূচি ঘোষণা করা হল।

  • বুধবার দুপুর ৩টেয়…! বড় ঘোষণা জুনিয়র ডাক্তারদের (Junior Doctors)

গত ৯ আগস্ট আরজি কর হাসপাতালের চারতলার সেমিনার রুম থেকে উদ্ধার হয়েছিল মহিলা চিকিৎসকের মৃতদেহ। বর্তমানে এই ঘটনার (RG Kar Case) তদন্ত করছে সিবিআই। ইতিমধ্যেই প্রথম চার্জশিট পেশ করেছে কেন্দ্রীয় এজেন্সি। তবে সেই চার্জশিট মানেন না বলে জানালেন জুনিয়র ডক্টরস ফ্রন্টের দেবাশিস হালদার, অনিকেত মাহাতো, কিঞ্জল নন্দরা। ধৃত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায় একা এই কাণ্ড ঘটাতে পারে না বলে দাবি তাঁদের।

সিবিআই এবং কলকাতা পুলিশের মধ্যে সমঝোতা হয়েছে, সেটারই ফলশ্রুতি এই চার্জশিট, দাবি আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের (Junior Doctors)। তার প্রতিবাদে এবার সিবিআই দফতর ঘেরাওয়ের ডাক দিয়েছেন তাঁরা। বুধবার দুপুর ৩টেয় সিজিও কমপ্লেক্স ঘেরাও করার ডাক দেওয়া হয়েছে। দরকার হলে সেখানে তাঁরা ধরনাও দিতে পারেন বলে খবর।

আরও পড়ুনঃ চলছে আর জি কর মামলা! এরই মাঝে সিভিক ভলান্টিয়ারদের জন্য বড় পদক্ষেপ রাজ্য সরকারের

এদিকে আবার জানা যাচ্ছে, সিবিআই (CBI) দফতর ঘেরাওয়ের এই কর্মসূচি নিয়ে আন্দোলনকারীদের মধ্যে মতের অমিল রয়েছে। জুনিয়র চিকিৎসকদের আন্দোলনের সমর্থক অভিজ্ঞ আইনজীবী পার্থসারথী সেনগুপ্ত বলেন, ‘সিবিআই দফতর ঘেরাও করা উচিত নয়। তদন্ত এভাবে হয় না। তদন্ত করতে সময় লাগে’।

Junior Doctors

যদিও জুনিয়র চিকিৎসকরা নিজেদের সিদ্ধান্তে অনড়। আগামীকাল দুপুর ৩টের সময় সিজিও কমপ্লেক্স (CGO Complex) ঘেরাও করবেন তাঁরা। কেন্দ্রীয় এজেন্সির ওপর চাপ বাড়াতে এবার এই কর্মসূচির সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে।

উল্লেখ্য, গত আগস্ট মাসে আরজি কর হাসপাতালে মহিলা চিকিৎসকের দেহ উদ্ধারের পর থেকে আন্দোলন করছেন জুনিয়র চিকিৎসকরা (Junior Doctors)। একাধিকবার রাজপথে নেমে প্রতিবাদ করেছেন। মিছিল থেকে অনশন বাদ যায়নি কিছুই। গত শনিবার আরজি করে গণকনভেনশনের ডাক দেওয়া হয়েছিল। সেখান থেকে স্পষ্ট জানানো হয়, আন্দোলন চলবে। এরপরেই সিজিও কমপ্লেক্স ঘেরাও কর্মসূচির কথা ঘোষণা করলেন জুনিয়র ডাক্তাররা।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর