বাংলা হান্ট ডেস্কঃ পুজোর মধ্যেও শিরোনামে ছিল জুনিয়র ডাক্তারদের অনশন। আরজি কর কাণ্ডের প্রেক্ষিতে দশ দফা দাবি আদায়ে আমরণ অনশন শুরু করেছিলেন ৬ জন জুনিয়র ডাক্তার (Junior Doctors Protest)। পরবর্তীতে যোগ দেন অনিকেত মাহাতো। এরপর এই জল গড়িয়েছে অনেকদূর। সোমবার যেমন পশ্চিমবঙ্গ জুড়ে ১২ ঘণ্টার প্রতীকী অনশনের ডাক দিয়েছে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস।
সোমবার ১২ ঘণ্টার অনশনের ডাক ডাক্তারদের (Junior Doctors Protest)
সম্প্রতি চিকিৎসকদের উক্ত সংগঠনের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সেখানে আজ রাজ্যজুড়ে সবাইকে নিজ নিজ কর্মস্থলে ১২ ঘণ্টার প্রতীকী অনশন (Hunger Strike) করার অনুরোধ করা হয়েছে। সাধারণ মানুষকেও এই কর্মসূচিতে যোগদান করার আর্জি জানিয়েছেন তারা।
এদিকে আবার আজই ডাক্তারদের সকল সংগঠনের সঙ্গে বৈঠকে বসতে চান রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ (Manoj Pant)। ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন তথা আইএমএ সহ চিকিৎসকদের সকল সংগঠনের সঙ্গে বৈঠকে বসতে চান তিনি।
আরও পড়ুনঃ দারুন খবর! রাজ্য সরকার দিচ্ছে ১৮০০০ টাকা, পুজোর পরই ঝটপট করুন আবেদন
নবান্নের (Nabanna) পক্ষ থেকে বলা হয়েছে, এই বৈঠকে প্রত্যেকটি চিকিৎসক সংগঠনের দু’জন করে প্রতিনিধি থাকতে পারবেন। বৈঠকে যে প্রতিনিধিরা থাকবেন, তাঁদের নাম আগে থেকে মেল করে জানাতে হবে বলে জানানো হয়েছে।
এদিকে আবার সরকারি হাসপাতাল শুধু নয়, কর্মবিরতির এই আঁচ বেসরকারি হাসপাতালেও এসে পড়েছে (Junior Doctors Protest)। রাজ্যের বহু প্রাইভেট হাসপাতালের ডাক্তাররা কর্মবিরতির ঘোষণা করেছেন। আজ সকাল ৬টা থেকে বুধবার সকাল ৬টা অবধি কর্মবিরতি চলবে বলে জানিয়েছেন ডাক্তাররা। জানা যাচ্ছে, জরুরি পরিষেবা ব্যতীত বাকি পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন প্রাইভেট হাসপাতালের ডাক্তাররা। উডল্যান্ড, কোঠারি, ফর্টিস সহ ৩০টিরও অধিক প্রাইভেট হাসপাতালে আংশিক কর্মবিরতির ঘোষণা করা হয়েছে।
উল্লেখ্য, গত আগস্ট মাসে আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসকের মৃতদেহ উদ্ধারের পর থেকেই প্রতিবাদে সরব জুনিয়র ডাক্তাররা (Junior Doctors Protest)। প্রথমে একটানা ৪২ দিন কর্মবিরতি, মাঝে কয়েকদিনের জরুরি পরিষেবায় যোগদানের পর এবার আমরণ অনশনে বসেছেন তাঁরা। আজ চিকিৎসকদের সংগঠনের সঙ্গে রাজ্যের মুখ্যসচিবের বৈঠকের পর এই জট খোলে কিনা সেটাই দেখার।