মানলেন না সুপ্রিম নির্দেশ, চলবে কর্মবিরতি! মঙ্গলেই স্বাস্থ্যভবন অভিযান জুনিয়র ডাক্তারদের: সূত্র

বাংলাহান্ট ডেস্ক : মঙ্গলবার জুনিয়র ডাক্তারদের (Junior Doctors) কাজে ফেরার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। আগের ‘আবেদন’ সত্ত্বেও কর্মবিরতি অব্যাহত রাখায় এদিন সরাসরি জুনিয়র ডাক্তারদের (Junior Doctors) চিকিৎসা পরিষেবা চালু করার নির্দেশ দেয় শীর্ষ আদালত। তা সত্ত্বেও নিজেদের সিদ্ধান্তে অনড় জুনিয়র ডাক্তাররা। কর্মবিরতি তো চলবেই, উপরন্তু মঙ্গলবারই স্বাস্থ্যভবন অভিযানের ঘোষণা তাঁদের।

জুনিয়র ডাক্তারদের (Junior Doctors) কাজে ফেরার নির্দেশ

সোমবার, ৯ ই সেপ্টেম্বর সুপ্রিম শুনানিতে জুনিয়র ডাক্তারদের (Junior Doctors) কাজে ফেরার স্পষ্ট নির্দেশ দেয় প্রধান বিচারপতি ডিওআই চন্দ্রচূড়ের বেঞ্চ। এর আগের শুনানিতে কর্মবিরতি প্রত্যাহার করে কাজ আবার শুরু করার জন্য আবেদন জানিয়েছিল সুপ্রিম কোর্ট। কিন্তু এদিন রাজ্যের তরফে জানানো হয়, জুনিয়র ডাক্তারদের (Junior Doctors) কর্মবিরতির জেরে রাজ্যে মৃত্যু হয়েছে ২৩ জনের। এরপরেই আদালতের তরফে নির্দেশ দেওয়া হয় কর্মবিরতি প্রত্যাহার করে কাজে ফেরার। অন্যথায় রাজ্য কোনো পদক্ষেপ নিলে সেক্ষেত্রে আদালতেরও কিছু বলার থাকবে না বলেও স্পষ্ট জানিয়ে দেওয়া হয়।

   

আরো পড়ুন : অশান্ত পরিস্থিতির মাঝেই কেরিয়ারে নেমে এল ‘কালরাত্রি’, হঠাৎ কী হল সৌমিতৃষার!

নিজেদের দাবিতে অনড় চিকিৎসকরা

কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও নিজেদের সিদ্ধান্তে অনড় জুনিয়র ডাক্তাররা (Junior Doctors)। যদিও সূত্রের খবর বলছে, কর্মবিরতি জারি রাখার ক্ষেত্রে তাঁদের নিজেদের মধ্যেই দেখা দিয়েছে মতভেদ। একদল কর্মবিরতি চালিয়ে যাওয়ার পক্ষে এবং অপরপক্ষ শর্ত সাপেক্ষে কাজে ফেরার পক্ষে রয়েছে।

আরো পড়ুন : মুখ্যমন্ত্রী বলছেন ‘উৎসবে’ ফিরতে, ন্যায়বিচার চাইতে আজমেঢ় শরীফে শ্রাবন্তী-তনুশ্রী

এদিন রাজ্যের স্বাস্থ্য দফতরের তরফে আদালতে বলা হয়, কর্মবিরতির জেরে বিনা চিকিৎসায় মৃত্যু হয়েছে ২৩ জনের। রাজ্য এই তথ্য কোথা থেকে পেল এই প্রশ্ন তুলে স্বাস্থ্য সচিবের পদত্যাগ দাবি করা হয়েছে জুনিয়র ডাক্তারদের তরফে। মঙ্গলবার স্বাস্থ্য ভবন অভিযানের ডাকও দিয়েছেন জুনিয়র ডাক্তাররা।

Junior Doctors

জানা যাচ্ছে, জুনিয়র ডাক্তারদের মধ্যে একপক্ষ দাবি জানিয়েছে, এমন তথ্য দেওয়ার জন্য রাজ্য সরকার ক্ষমা চাইলে তবেই তাঁরা কাজে যোগ দেবেন। আবার অন্য পক্ষের বক্তব্য, রাজ্য যখন এমন তথ্য দিয়েছে তখন তাঁরা আর কাজেই ফিরবেন না। সুপ্রিম কোর্টের তরফে নির্দেশ দেওয়া হয়েছে, মঙ্গলবার বিকেল পাঁচটার মধ্যে জুনিয়র চিকিৎসকদের কাজে ফেরার। শেষ পাওয়া খবর বলছে, পাঁচ দফা দাবি নিয়ে মঙ্গলবার বিকেল পাঁচটা পর্যন্ত চলবে কর্মবিরতি। তারপর প্রশাসনের পদক্ষেপ অনুযায়ী নেওয়া হবে পরবর্তী সিদ্ধান্ত।

Niranjana Nag
Niranjana Nag

সম্পর্কিত খবর