মুখ্যসচিবকে ফের মেল! জুনিয়র ডাক্তাররা এবার লিখলেন, ‘কিছুই তো হয়নি’!

বাংলা হান্ট ডেস্কঃ আরজি কর কাণ্ডের পর থেকেই আন্দোলনে সরব জুনিয়র চিকিৎসকরা (Junior Doctors)। কখনও পথে নেমে প্রতিবাদ, কখনও আবার আমরণ অনশনের পথে হেঁটেছেন তাঁরা। নিজেদের দাবি আদায়ে একাধিকবার মুখ্যমন্ত্রী, মুখ্যসচিবের সঙ্গে বৈঠক করেছেন। এবার যেমন ফের একবার রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থকে মেল পাঠালেন তাঁরা।

  • মুখ্যসচিবকে কেন মেল করেছেন জুনিয়র চিকিৎসকরা (Junior Doctors)?

রিপোর্ট বলছে, রাজ্যের হাসপাতালের নিরাপত্তা নিয়ে জুনিয়র ডাক্তাররা উদ্বিগ্ন। হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে তাঁদের তরফ থেকে যে দাবি করা হয়েছিল সেগুলির বিশেষ অগ্রগতি হয়নি। সেই সঙ্গেই অতিরিক্ত নিরাপত্তাকর্মীও মোতায়েন করা হয়নি বলে দাবি তাঁদের। এমতাবস্থায় রাজ্যের টাস্ক ফোর্সের সঙ্গে আলোচনায় বসতে চাইছেন জুনিয়র চিকিৎসকরা। এই নিয়ে মুখ্যসচিব মনোজ পন্থকে (Chief Secretary Manoj Pant) মেল করা হয়েছে বলে খবর।

রাজ্যের হাসপাতালগুলির নিরাপত্তা সহ নানান উন্নয়নমূলক কাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য টাস্ক ফোর্স গঠন করা হয়েছিল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নির্দেশে এই টাস্ক ফোর্স গঠিত হয়। এবার তাদের সঙ্গে আলোচনা চাইছেন জুনিয়র চিকিৎসকরা। সেকথা জানিয়েই মুখ্যসচিবকে মেল করা হয়েছে বলে খবর।

আরও পড়ুনঃ ১ নভেম্বর থেকে…! পাল্টে গেল রেশনের এই নিয়ম! নয়া নির্দেশ জারি হতেই শোরগোল

উল্লেখ্য, আরজি কর হাসপাতালে চিকিৎসক ধর্ষণ খুনের ঘটনার (RG Kar Case) পর থেকেই জুনিয়র ডাক্তারদের আন্দোলন চলছে। ১০ দফা দাবি আদায়ে দুর্গাপুজোর আবহে আমরণ অনশনেও বসেছিলেন তাঁরা। শেষে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সেই অনশন প্রত্যাহার করা হয়। তবে মুখ্যমন্ত্রীর কথায় সেই অনশন তুলছেন না বলে তখন জানানো হয়েছিল। আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা বলেছিলেন, আরজি কর কাণ্ডের নির্যাতিতার মা-বাবার অনুরোধেই অনশন প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা।

Junior doctors protest CGO Complex abhijan RG Kar case

জুনিয়র চিকিৎসকদের (Junior Doctors) একাংশ জানিয়েছেন, সামনে পরীক্ষা। তাই আপাতত পড়াশোনার কারণে সরাসরি আন্দোলনের মঞ্চে তাঁদের দেখা যাবে না। তবে আন্দোলন যে চলবে সেটা স্পষ্ট করে দেওয়া হয়েছে। এবার যেমন ফের একবার মুখ্যসচিবকে মেল করা হল। সেখানে রাজ্যের হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তাঁরা।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর