চোট সরিয়ে খুব শ্রীঘ্রই মাঠে ফিরতে চলেছেন ভারতীয় দলের অন্যতম সেরা পেসার জুসপ্রীত বুমরাহ।

এই মুহূর্তে পুরো ভারতীয় টিম ব্যস্ত বাংলাদেশের বিরুদ্ধে সিরিজ খেলার প্রস্তুতিতে। তবে বাংলাদেশ সিরিজের থেকেও এই মুহূর্তে ভারতের কাছে গুরুত্বপূর্ণ হল সামনের বছরের শুরুতেই নিউজিল্যান্ড সিরিজ এবং তারপরে টি-টোয়েন্টি বিশ্বকাপ। অপরদিকে ভারতীয় দলের সেরা পেসার জসপ্রীত বুমরাহের চোট নিয়ে বেশ চিন্তিত ভারতের টিম ম্যানেজমেন্ট তবে এসবের মধ্যেও খুশির খবর আগামী কয়েক মাসের মধ্যে ফের স্বমহিমায় মাঠে ফিরতে চলেছেন জসপ্রীত বুমরাহ।

দেওয়ালির সময় বুমরাহ নিজের একটা ছবি পোস্ট করেছিলেন সোশ্যাল মিডিয়ায়। সেখানে বুমরাহ কে দেখে মনে হয়েছিল এই মুহূর্তে তিনি বেশ সুস্থ এবং চনমনে রয়েছেন। সেটা দেখার পর থেকে ভারতের টিম ম্যানেজমেন্ট সহ ভারত অধিনায়ক বিরাট কোহলি কিছুটা হলেও স্বস্তি পেয়েছেন। সূত্রে খবর আগামী বছরের শুরুতে অর্থাৎ জানুয়ারি মাসেই মাঠে ফিরতে পারেন ভারতের অন্যতম সেরা পেসার বুমরাহ। জানা গেছে নিউজিল্যান্ড সফরে উড়ে যাওয়ার আগেই দেশের মাটিতে শ্রীলঙ্কা এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নিজেকে পুরোপুরি ভাবে ম্যাচ ফিট করে তুলতে চান বুমরাহ। আর তাই আগামী বছরের শুরুতেই তিনি মাঠে ফিরতে চলেছেন।

173521991a9c14464dfd90cfb15201148c8a2ee04

নিউজিল্যান্ড সফরে ভারত পাঁচটি টি-টোয়েন্টি, তিনটি ওয়ানডে এবং দুটি টেস্ট ম্যাচ খেলবে। আর তাই এই গুরুত্বপূর্ণ এবং লম্বা সফরের আগে ভারতের অন্যতম সেরা পেসার জাসপ্রিত বুমরাহের ম্যাচ ফিট হয়ে ওঠাটা খুবই গুরুত্বপূর্ণ ভারতীয় দলের কাছে। সেই কথা মাথায় রেখেই বুমরাহ এই মুহূর্তে নিয়মিত কঠোর অনুশীলন করে চলেছে তাড়াতাড়ি সুস্থ হয়ে মাঠে ফেরার জন্য।

Udayan Biswas

সম্পর্কিত খবর