কৃতিত্ব নিতে ১০ চেয়েছিলেন কেজরী, ১২ লাখ দিয়ে বিরাট চমক দিলেন নির্মলা

বাংলা হান্ট ডেস্কঃ আজ, পয়লা ফেব্রুয়ারি কেন্দ্রীয় বাজেট (Budget 2025) পেশ করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এই বাজেট ঘিরে শুরু থেকেই অনেক আশা ছিল মধ্যবিত্ত পরিবারগুলির। মোদি সরকারও নিরাশ করেনি তাঁদের। সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে আজ কেন্দ্রীয় অর্থমন্ত্রী তাঁর বাজেটে উপহারের ঝুলি উপুড় করে দিলেন মধ্যবিত্তের জন্য।

নির্মলার আয়কর ছাড়ের প্রভাব পড়বে দিল্লির ভোট বাক্সে? (Budget 2025)

দিল্লির বিধানসভা ভোটের ঠিক চারদিন আগে বিরাট চমক দিলেন আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিয়ালকেও। দিল্লি বিধানসভা ভোট প্রচারে নেমে আপ নেতা শুরু থেকেই এই আয়কর সীমা বাড়ানোর দাবি তুলেছিলেন। মোদি সরকারের কাছে তাঁর দাবি ছিল মধ্যবিত্তের কথা ভেবে আয়কর ছাড়ের সীমা ৭ লক্ষ থেকে বাড়িয়ে ১০ লক্ষ টাকা করা হোক।

কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আজ তাঁর বাজেট (Budget 2025) বক্তৃতায় জানিয়েছেন ১২ লক্ষ টাকা পর্যন্ত বার্ষিক আয়ের ক্ষেত্রে দিতে হবে না কোন কর। জানা যাচ্ছে নিউ রেজিম বা নতুন কর কাঠামোর ক্ষেত্রেই এই নিয়ম প্রযোজ্য হবে। গত বছরের পূর্ণাঙ্গ বাজেটে নতুন কর কাঠামোর ক্ষেত্রে স্ট্যান্ডার্ড ডিডাকশন-এর পরিমাণ ৫০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৭৫ হাজার টাকা করে দিয়েছিলেন অর্থমন্ত্রী  নির্মলা সীতারামন। এবারও সেই নিয়মের কোন পরিবর্তন করছেন না তিনি। ফলে বেতনভোগীদের ক্ষেত্রে ১২ লক্ষ ৭৫ হাজার টাকা পর্যন্ত আয়ের ক্ষেত্রে কোন কর দিতে হবে না। শনিবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী এই আয়কর ছাড়ের কথা ঘোষণা করতেই ধন্য ধন্য করছেন গোটা দেশবাসী।

আরও পড়ুন: Budget 2025: বাজেটে সস্তা হল কোন জিনিস, দাম বাড়ল কীসের?‌ দেখুন একঝলকে

রাজনৈতিক মহলের বক্তব্য, দিল্লির ভোটের মুখে মোদি সরকারের এই ‘বাজেট (Budget 2025) উপহার’ বড় ছাপ ফেলতে পারে ভোট বাক্সে। রাজধানী দিল্লির বুকে, দিল্লি সরকারের পাশাপাশি রয়েছে হাজারও কেন্দ্রীয় মন্ত্রক। একই সাথে লক্ষ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মচারীও থাকেন সেখানে। বিভিন্ন সেনা শিবিরের বিপুল সংখ্যক জওয়ান ও অফিসারদের একটা বড় অংশ দিল্লির বাসিন্দা। ফলে কয়েকটি বিধানসভা আসনের ফলাফলের ক্ষেত্রে তারাই হচ্ছেন নির্ণায়ক। আয়করের এই বিপুল ছাড়ের ফলে প্রত্যক্ষভাবে লাভবান হতে চলেছেন তাঁরা। তাই দিল্লির বিধানসভা ভোটে বিজেপি সুফল পেতে চলেছে বলেই মনে করা হচ্ছে।

Union Budget 2025

অন্যদিকে কেন্দ্রীয় বাজেট (Budget 2025) পেশের আগেই আপ নেতার দাবি প্রসঙ্গে বিজেপি নেতৃত্বের একাংশ মনে করছেন, প্রাক্তন আইআরএস অফিসার কেজরিয়াল আগেই আঁচ করতে পেরেছিলেন মোদি সরকার এবারের কেন্দ্রীয় বাজেটে আয়কর ছাড়ের সীমা বাড়াতে পারে। তাই ৫ ফেব্রুয়ারি দিল্লির ভোটের আগে কৃতিত্ব নিতে নিজেই সেই দাবি সামনে এনেছিলেন। কিন্তু শনিবার বাজেট পেশের পর মোদি সরকারের অর্থমন্ত্রীর নির্মলা সীতারামন আপ নেতার সেই দাবি ছাপিয়ে গিয়ে ১০ লক্ষ নয় ১২ লক্ষ পর্যন্ত আয়কর ছাড়ের সীমা ঘোষণা করে দিলেন। এখন দেখার নির্মলার এই আয়কর ছাড় ভোটের দিল্লিতে কতটা প্রভাব ফেলতে পারে। উত্তর জানতে আপাতত অপেক্ষা করতে হবে আগামী ৮ ফেব্রুয়ারি অর্থাৎ ভোটের ফল ঘোষণার দিন পর্যন্ত।

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর