ঠিক এই উপায়ে স্মরণ করুন মহাদেব শিবকে, সংসারে ফিরবে সুখের দিন

বাংলাহান্ট ডেস্কঃ হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যে সর্বোচ্চ দেবতা হলেন বাবা মহাদেব (Mahadev)। সৃষ্টি-স্থিতি-লয়রূপ এই তিন কারণের উৎস তিনি। তিনি অন্ধকারের অতীত, আদি ও অন্তবিহীন দেব। দেবাদিদেব মহাদেব। সকল মানুষের কাছে পরম পূজনীয় এক ভগবান। তিনি খুব সামান্য ভক্তিতেই সন্তুষ্ট হয়ে যান। তাঁর ভক্তকূল সারা পৃথিবিতে ছড়িয়ে রয়েছে।

শুদ্ধ মনে ভক্তি ভরে বাবার কাছে কিছু চাইলে, বাবা তাঁর ভক্তকে খালি হাতে ফিরিয়ে দেন না। বাবা সকলেরই মনস্কামনা পূর্ণ করেন। সেই কারণে বহু মানুষ শিবরাত্রির করার পাশাপাশি তারকেশ্বরে গিয়ে বাবার মাথায় জল ঢেলে বাবাকে সন্তুষ্ট করেন।

20190812103934

ভোলেবাবাকে তাই সন্তুষ্ট করার জন্য প্রথমেই যেটা করতে হবে শুদ্ধ বস্ত্র পরিধান করতে হবে। স্নান সেরে শুদ্ধ বস্ত্র পড়ে শিবলিঙ্গের মাথা জল এবং মধু দিয়ে ভালো করে ধুয়ে দিয়ে তারপর দুধ ঢালতে হবে। এতে করে বাবার কৃপায় সংসার জীবনে সমস্যা থাকবে না, চাকরীতেও আসবে উন্নতি।

মহাদেব খুব অল্পেতে খুশি। সামান্য ফুল, বেলপাতা দিয়ে বাবাকে পূজো দিলেই তিনি খুশি হয়ে যান।

ttt

ফুলের ক্ষেত্রে বাবা কিন্তু রঙিন ফুল একদমই পছন্দ করেনা না। তবে ধুতুরা এবং আকন্দ ফুল কিন্তু বাবার খুব প্রিয়। তবে বেল ফলের ফুলও বাবা মহাদেবের খুব প্রিয় একটি ফুল।

আবার বেলও কিন্তু বাবার খুব প্রিয় একটি ফল। এই বেল কিন্তু আবার পরম আয়ুর প্রতিক। তাই পরিবারেরর মানুষজনের দীর্ঘায়ু কামনা করে বাবাকে বেল ফলও অর্পন করতে পারেন।

বোঁদের লাড্ডু রেসিপির প্রধান ছবি

প্রসাদের থালায় রাখুন লাড্ডু, দই, পিটে-পুলি, আর বেশি করে চিনি দিয়ে তৈরি করা দুধ। এগুলো বাবা মহাদেবের অতি প্রিয় খাবার।

Smita Hari

সম্পর্কিত খবর