SSC-র উপর কোন ভরসা নেই! কলকাতা হাইকোর্টের তীব্র ভর্ৎসনার মুখে কমিশন

বাংলা হান্ট ডেস্কঃ ফের আদালতে শিক্ষক নিয়োগ মামলাকে কেন্দ্র করে বড় ধাক্কা খেল রাজ্যের স্কুল সার্ভিস কমিশন। এর আগেও কলকাতা হাইকোর্টে একাধিকবার শিক্ষক নিয়োগে দুর্নীতিকে কেন্দ্র করে সমালোচনার মুখে পড়েছে রাজ্য। ফের একবার এদিন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রশ্ন তুলে দিলেন খোদ এসএসসির উপরেই। তীব্র সমালোচনার সুরে তিনি বলেন, “এসএসসির উপরে আর বিশ্বাস নেই।”

সম্প্রতি কলকাতা হাইকোর্টে এসএসসির ওপর অনিয়মের অভিযোগ তুলে মামলা দায়ের করেছিল এক চাকরিপ্রার্থী। তিনি দাবি করেন, ২০১৬ সালে এসএলএসটির পরীক্ষায় পাশ করেছিলেন তিনি। শুধু তাই নয়, ৬০ শতাংশ নম্বর নিয়ে মেধাতালিকায় ঠাঁইও পান তিনি। কিন্তু তার চাকরি হয়নি। অন্যদিকে দেখা যায়, ৫৮ শতাংশ নম্বর নিয়েও চাকরি পেয়ে গেছেন অনেকে।

চাকরিপ্রার্থীর এই অভিযোগ শোনার পর বিচারপতি সামনে কার্যত নিজেদের ভুল স্বীকার করে নেয় এসএসসি। সেইমতো রিপোর্টও জমা দেয় কমিশন। আর এই ঘটনা দেখার পরেই বিচারপতি মন্তব্য করেন, এসএসসির উপরে তার আর বিশ্বাস নেই। তিনি বলেন এই নিয়োগ প্রক্রিয়াকে আর কোনভাবেই দীর্ঘ করতে চান না তিনি। তবে এসএসসিকে ১০ সপ্তাহ সময় দেওয়া হল। তার মধ্যেই তাদের চাকরিপ্রার্থীদের অভিযোগ শুনতে হবে।

17 07 2018 primary teachers 18207904 212234598

তারপর সেই অভিযোগ খতিয়ে দেখে চাকরিপ্রার্থীকে জানাতে হবে কেন তিনি চাকরি পাওয়ার যোগ্য নন। প্রত্যেক অভিযোগকারীর ক্ষেত্রেই ব্যক্তিগতভাবে সময় দিতে হবে এসএসসিকে। এরপরেও যদি অভিযোগকারীদের কোন অসুবিধা থাকে তাহলে তারা আদালতে আসতে পারেন।

Avatar
Abhirup Das

সম্পর্কিত খবর