কাবুলের রাস্তায় পাকিস্তান বিরোধী স্লোগান উঠতেই এলোপাথাড়ি গুলি তালিবানের, রইল ভিডিও

বাংলা হান্ট ডেস্কঃ আফগানিস্তানের রাজধানী কাবুলে তালিবানের নিষ্ঠুরতা আরও একবার সবার সামনে এল। কাবুলে পাকিস্তান বিরোধী র‍্যালিতে ভিড়কে ছত্রভঙ্গ করতে তালিবানরা এলোপাথাড়ি ফায়ারিং শুরু করে দেয়। যদিও, এই ফায়ারিংয়ে কারও কোনও ক্ষতি হয়নি।

সংবাদসংস্থা এএফপি অনুযায়ী, কাবুলের পাকিস্তানের দূতাবাসের বাইরে প্রায় শ খানেক মানুষ একত্রিত হয়ে পাকিস্তানের বিরুদ্ধে স্লোগানবাজি দেওয়া শুরু করে। ওই ভিড়ে প্রচুর মহিলাও ছিল। আফগানদের এই বিদ্রোহের কয়েকটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। ভিডিওতে বিক্ষোভকারীদের পাকিস্তান মুর্দাবাদ আর পঞ্জশির জিন্দাবাদ-র স্লোগান দিতে দেখা যাচ্ছে।

কাবুলের স্থানীয় সাংবাদিক দ্বারা শেয়ার করা ভিডিওতে শতশত আফগানি পুরুষ আর মহিলাকে পাকিস্তান বিরোধী ব্যানার নিয়ে আজাদির স্লোগানের পাশাপাশি পাকিস্তান আর আইএসআই-র মৃত্যুর কামনা করে স্লোগান দিতে দেখা গিয়েছে।

উল্লেখ্য, পঞ্জশিরের যুদ্ধে পাকিস্তানের তরফ থেকে আচমকা ড্রোন অ্যাটাক করা আর আইএসআই হেড ফৈয়াজ হামিদের কাবুল সফর নিয়ে আফগানরা চরম চটে রয়েছে। আন্তর্জাতিক মঞ্চের কাছেও এই দুটি ঘটনা দৃষ্টিকটূ লেগেছে এবং সমালোচনাও করা হয়েছে। আর পঞ্জশিরে পাকিস্তানের হামলার পরই আফগানরা আরও চটে যায় এবং রাজধানী কাবুলের রাস্তায় জায়গায় জায়গায় তাঁরা পাকিস্তানের বিরুদ্ধে স্লোগানবাজি করে।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর