বাংলা হান্ট ডেস্কঃ ফের ক্ষুব্ধ কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Justice Abhijit Gangopadhyay)। নিয়োগ দুর্নীতি ইস্যুতে বারংবারই প্রশাসন ও পর্ষদের ভূমিকায় বিরক্তি প্রকাশ করেছেন বিচারপতি। কখনো দিয়েছেন দুর্নীতির সঙ্গে যুক্তদের হুঁশিয়ারি, কখনো বা প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন শিক্ষা ব্যবস্থাকে উদ্দেশ্য করে। এবার ফের একবার এজলাসে বসেই নিজের রাগ উগরে দিলেন স্কুল সার্ভিস কমিশন (SSC)-র বিরুদ্ধে ।
প্রসঙ্গত, বৃহস্পতিবার নবম-দশমের একটি নিয়োগ মামলার শুনানি ছিল হাইকোর্টে (High Court)। সেই শুনানির সময় ক্ষুব্ধ হয়ে বিচারপতি বলেন, “আদালতের নির্দেশের পরও স্কুল সার্ভিস কমিশনের কাজ দেখে আশ্চর্য হলাম। ওএমআর শিট প্রকাশ করতে বলা হয়েছিল। সেখানে কেন প্রার্থীর রোল নম্বর এবং জন্ম তারিখ দিতে হবে? কেন এই ঘোমটা?” পাশাপাশি তিঁনি আরও বলেন “এই দুর্নীতি তো জনসমক্ষে আনা প্রয়োজন। সেখানে এখনও কেন আড়াল করছে কমিশন?” এরপরই বিচারপতি গঙ্গোপাধ্যায় এসএসসি কমিশনের সচিবকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন।
উল্লেখ্য, চলতি মাসের ১৪ ডিসেম্বর বিচারপতি গঙ্গোপাধ্যায় নবম-দশমের ৯৫২ জন চাকরিপ্রার্থীর ওএমআর শিট প্রকাশ্যে আনার জন্য এসএসসিকে নির্দেশ দিয়েছিলেন। আদালতের নির্দেশ মতো কমিশন তাদের ওয়েবসাইটে উত্তরপত্রগুলি আপলোডও করে। তবে এখনো পর্যন্ত তা সর্বসাধারণের জন্য প্রকাশ্যে আনা হয়নি। অন্যদিকে উত্তরপত্র দেখার জন্য পরীক্ষার্থীর রোল নম্বর ও জন্ম তারিখ চাওয়া হচ্ছে। এতেই রেগে যান বিচারপতি।
এদিন কমিশনের আইনজীবীর উদ্দেশ্যে মন্তব্য করে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বলেন, “আদালতের নির্দেশের পরও কেন স্বচ্ছতা নেই? আপনাদের এই ভূমিকায় আদালত মোটেই সন্তুষ্ট নয়।” বিচারপতির এই প্রশ্নের পাল্টা উত্তরে সার্ভিস কমিশনের আইনজীবী জানান, “ওয়েবসাইটে কিছু যান্ত্রিক সমস্যা রয়েছে। এখনও অবধি সব ওএমআর শিট আপলোড করা যায়নি। তবে বৃহস্পতিবারই মধ্যেই সব সম্পন্ন হবে বলে আশা করছি।”
অন্যদিকে, এদিন দুপুর ১২টা নাগাদ বিচারপতির কথামতো আদালতে হাজিরা দেন কমিশনের সচিব অর্ণব চট্টোপাধ্যায়। আদালতে তিঁনি জানান, যান্ত্রিক ত্রুটির কারণে উত্তরপত্রগুলি সকলে দেখতে পাচ্ছেন না। খুব দ্রুতই এই সমস্যা কেটে যাবে বলেও আশ্বাস দিয়েছেন তিঁনি।