৭ মার্চ বড় যোগদান, মঙ্গলে ইস্তফা! শুভেন্দুর মন্তব্যে অভিজিৎ গাঙ্গুলির যোগ খুঁজছে বাংলা, জল্পনা তুঙ্গে

বাংলা হান্ট ডেস্ক : রবিবারের বারবেলায় তোলপাড় রাজ্য রাজনীতি। স্বনামধন্য বিচারপতি (Justice, Calcutta High court) অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের (Abhijit Ganguly) একটি সাক্ষাৎকার যেন একটা আস্ত বোমা। এইদিন বেলা গড়াতেই বিচারপতি জানিয়েছেন, খুব শীঘ্রই ইস্তফা দিতে চলেছেন তিনি। সাথে এও জানিয়েছেন যে, তার নজর এখন ‘বৃহত্তর ক্ষেত্রে’। শীঘ্রই তাকে দেখা যাবে রাজনীতির ময়দানে। তবে কি আসন্ন নির্বাচনে বিজেপির টিকিটেই লড়বেন তিনি? জল্পনা রাজনৈতিক মহলে।

উল্লেখ্য, বুধবারই দ্বিতীয়বার দল বদলে পদ্ম শিবিরে ফিরে এসেছেন কালিয়াগঞ্জের বিধায়ক সৌমেন রায়। সেই সময়ই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) জানিয়েছিলেন, ৭ মার্চ ‘বড় যোগদান’ হবে। এদিকে শুভেন্দু অধিকারীর দেওয়া তারিখের ঠিক চারদিন আগে ইস্তফার কথা শোনালেন কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। স্পষ্ট কথায় জানিয়ে দিয়েছেন, আগামী মঙ্গলবারই তিনি বিচারপতি পদে থেকে সরে যেতে চলেছেন।

   

তারপর থেকেই দুইয়ে দুইয়ে চার করছে বাংলার রাজনৈতিক কারবারিদের একাংশ। যদিও বিচারপতি ঠিক কোন দলে যোগ দেবেন তা এখনও স্পষ্ট করেননি। ধোঁয়াশা বজায় রেখে জানিয়েছেন, ‘রাজনীতির ময়দানেই আমি যাব। কোন রাজনৈতিক দলের হয়ে শুরু করব, সেটা আজই বলছি না।’ তিন কি আসন্ন নির্বাচনে লড়তে চান? এই প্রশ্নের জবাবে বিচারপতি জানিয়েছেন, কোনও দলে যোগ দিলে এবং সেই দল তাকে টিকিট দিলে তিনি ভেবে দেখবেন।

জল্পনা বাড়তেই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের উপর আগ্রহ দেখাতে শুরু করেছে বিরোধী দলগুলিও। কিছুদিন আগেই একবার অধীর রঞ্জন চৌধুরী জানিয়েছিলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের চেয়ে ভালো কেউ হয়না। এমন পরিস্থিতিতে জাস্টিস গাঙ্গুলি যদি বিজেপি জয়েন করার সিদ্ধান্ত নেন তখনও কি তার মত একই থাকবে? অধীর রঞ্জনের কাছে এই প্রশ্ন রাখা হলে তিনি বলেন, তার মনে হয়না যে বিচারপতি গাঙ্গুলি সঙ্কীর্ণ মানসিকতার কাছে নতি স্বীকার করবে।

justiceabhijitgangopadhyay

এরপরেই তিনি আরও বলেন, ‘বিচারপতি বিজেপিতে যোগ দিলে আখেরে তৃণমূলেরই লাভ হবে। সে ক্ষেত্রে তৃণমূল প্রচার করবে যে, তার দেওয়া রায়গুলি পক্ষপাতদুষ্ট ছিল।’ প্রসঙ্গত উল্লেখ্য, সাম্প্রতিক অতীতে এমন একাধিক মামলায় শাসকদলের বিরুদ্ধে রায় দিয়েছেন বিচারপতি গাঙ্গুলি। যে কারণে শাসকদলের বিরাগভাজনও হয়েছেন তিনি। এইদিন ইস্তফা দেওয়ার কথা বলার পর তিনি এটাও বলেন, ‘আমাকে এই সিদ্ধান্ত নিতে বাধ্য করার জন্য শাসকদলকেই অভিনন্দন জানাব। বৃহত্তর ক্ষেত্রে আমি আসছি।’

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর