বাংলা হান্ট ডেস্কঃ আসন্ন লোকসভা নির্বাচন (Loksabha Vote)। আর তার আগে এই মুহূর্তে যে খবর বঙ্গ রাজনীতিতে তোলপাড় ফেলে দিয়েছে তা হল, রাজনীতিতে যোগ দিচ্ছেন বিচারপতি গঙ্গোপাধ্যায় (Justice Abhijit Ganguly)। কথা মত সোমবার কলকাতা হাই কোর্টে বিচারপতি অভিজিত্ গঙ্গোপাধ্যায়ের শেষ দিন ছিল। রবিবারই পদত্যাগের কথা জানিয়েছিলেন বিচারপতি। ২০২৪ এর আগস্ট মাসে বিচারপতির অবসর গ্রহণের সময় ছিল। তবে তার আগেই মঙ্গলবার ইস্তফা দিয়েছেন বিচারপতি।
পদত্যাগের সিদ্ধান্তের পর বিচারপতি জানিয়েছিলেন, সোমবার শেষবারের মত আদালতে গিয়ে কিছু কাজ শেষ করে আসবেন। তবে সোমবারই বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাসের মামলাগুলি অন্য বেঞ্চে পাঠিয়ে দিয়েছে হাইকোর্ট। সূত্রের খবর, বিচারপতির এজলাসের মামলাগুলি বিচারপতি রাজাশেখর মান্থার (Justice Rajashekhar Mantha) এজলাসে দেওয়া হয়েছে।
সোমবার বিচারপতির এজলাসে যে যে মামলা ওঠার কথা ছিল, সেগুলি গিয়েছে বিচারপতি মান্থার এজলাসে। সেখানেই মামলাগুলির শুনানি চলবে। প্রসঙ্গত, বিচারপতির পদ ছেড়ে রাজনীতির ময়দানে যাওয়ার কথা জানিয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। মঙ্গলবারই পদত্যাগপত্র রাষ্ট্রপতির কাছে পাঠিয়েছেন তিনি। সূত্রের খবর, পদত্যাগের পর প্রধান বিচারপতির সাথে দেখা করতে পারেন তিনি।
রাজ্যে চলতে টাকা দুর্নীতি বিচারপতিকে ভীষণভাবে নাড়া দিয়েছে। পদত্যাগের ঘোষণা করে বিচারপতি বলেছিলেন, ‘বর্তমান শাসকদলের অনেকে আমাকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছিলেন। চ্যালেঞ্জের মাধ্যমে আমাকে যে আহ্বান জানিয়েছেন তারা, সেই আহ্বানেই আমি এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি।’
রাজ্যের শাসকদল তৃণমূলকে তুলোধোনা করে বিচারপতি আরও বলেন, ‘বাংলায় দুরবস্থা চলছে। এক অপমানজনক অধ্যায় চলছে। বাঙালি হিসাবে এটা আমার পক্ষে মানা সম্ভব নয়। যারা শাসকের দায়িত্বে আছে তারা রাজ্যের উপকার করতে পারবে বলে মনে হয় না। যদি না কড়া প্রহরা না থাকে।’
আরও পড়ুন: আরও ৪%! ভোটের আগেই ফের DA বাড়ালেন মুখ্যমন্ত্রী, কবে থেকে মিলবে?
সূত্রের খবর, আগামী ৬ মার্চ বারাসতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Narendra Modi) সভামঞ্চ থেকেই বিজেপির (BJP) পতাকা হাতে তুলে নেবেন বিচারপতি। জানা যাচ্ছে, আসন্ন লোকসভা নির্বাচনে তমলুক থেকে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিজেপির টিকিটে লড়তে পারেন।