বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যের মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee) প্রসঙ্গে কোনো কথা বলতে চাননা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Justice Abhijit Gangopadhyay)। এজলাসে বসে এমনটাই জানালেন বিচারপতি। প্রসঙ্গত, এই প্রথম নয় এর আগেও এমন কথা বলেন বিচারপতি। আর মঙ্গলবারও একই কথা শোনা গেল তার মুখে। এজলাসে বসেই জানালেন, মুখ্যমন্ত্রীকে নিয়ে তিনি কোনও মন্তব্য করবেন না।
প্রসঙ্গত, মঙ্গলবার এজলাসে বসেছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। ঠিক তখনই কিছু সাধারণ মানুষ বিচারপতির সঙ্গে কথা বলতে আসেন। তাদের মধ্যেই একজন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে প্রশ্ন করেন। সঙ্গে সঙ্গে জবাব দিয়ে বিচারপতি ওই ব্যক্তিকে রাজনৈতিক কোনো প্রশ্ন করতে মানা করেন। শুধু তাই নয়, এরপরেই তিনি বলেন মুখ্যমন্ত্রীকে নিয়ে কোনো মন্তব্য নয়।
প্রসঙ্গত, গতকাল ওই মহিলা বিচারপতিকে জিজ্ঞেস করেন, সাংবিধানিক পদে থেকে মুখ্যমন্ত্রী কী ভাবে এই সব বেআইনি নিয়োগ নিয়ে কথা বলছেন? যোগ্যরা কি বঞ্চিত হয়েই থাকবে? এর জবাবেই বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, “রাজনৈতিক কথা বলবেন না। মুখ্যমন্ত্রী নিয়ে আমি কোনও মন্তব্য করব না।”
গত ডিসেম্বর মাসেও একটি মামলার শুনানির সময় রাজ্যের আইনজীবী ভাস্করপ্রসাদ বৈশ্যকে বিচারপতি বলেছিলেন, ‘‘মুখ্যমন্ত্রী ভাল কাজ করছেন। আমি কেন খারাপ কথা বলব? আমাকে বলতে বাধ্য করা হচ্ছে।’’ আর এদিনও সাধারণ মানুষের প্রশ্নের উত্তরে সেই একই কথা জানালেন বিচারপতি। অন্যদিকে, মঙ্গলবার নিজের ইস্তফা দেওয়ার জল্পনায় জল ঢেলে বিচারপতি জানিয়েছেন, ইস্তফা দেওয়ার কোনও প্রশ্নই নেই।
পষ্টাপষ্টিই তিনি বলেন, “কে রটাচ্ছে আমি ইস্তফা দিচ্ছি। এটা ভুল রটনা হচ্ছে। আমি যে লড়াই শুরু করেছি, তার শেষ দেখে ছাড়ব।” বিচারপতি আরও বলেন, “আমার বিরুদ্ধে প্রধান বিচারপতির কাছে বেশ কিছু আইনজীবী ভুল বোঝাচ্ছেন। যে লড়াই শুরু হয়েছে, তা চলবে। যত মিথ্যা কথা বলা হয়েছে, সেগুলির ব্যাখ্যা দিতে হবে। আমি হয়তো সব দিন থাকব না। কিন্তু আমি থাকি বা না থাকি লড়াই বন্ধ হবে না। ইন্টারভিউ যখন আমি দিয়েছি, তখন উত্তরও আমাকেই দিতে হবে। সুপ্রিম কোর্টের অর্ডার কপি এখনও আপলোড হয়নি শুনলাম। অর্ডার আসুক। উত্তর দেব।”