মানিকের আবেদন মেনে নিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়! জোর শোরগোল আদালত চত্বরে

বাংলা হান্ট ডেস্ক : কয়েক দিন আগেই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের (Justice Abhijit Ganguly) এজলাসে এসে হাতজোড় করে কাঠগড়ায় দাঁড়িয়েছিলেন মানিক ভট্টাচার্য (Manik Bhattacharyay)। এরপর আলাদা ভাবে তাঁর সঙ্গে কথাও বলেন বিচারপতি। এঔ নিয়ে হাইকোর্ট চত্বরে রীতিমতো তর্জা শুরু হয়ে যায়। এবার আজ মানিক ভট্টাচার্যের আবেদন মেনে নিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।

আগে মানিক ভট্টাচার্য সম্পর্কে একাধিক মন্তব্য করেছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। লন্ডনে মানিকের বাড়ি রয়েছে, ভরা এজলাসে এমন কথাও বলতে শোনা গিয়েছিল বিচারপতিকে। শুধু তাই নয়, প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতিকে দফায় দফায় মোট ৬ লক্ষ টাকা জরিমানাও করা হয়।

manik

আদালতে সেই জরিমানার টাকা জমা না দেওয়ায় পলাশীপাড়ার তৃণমূল বিধায়কের সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশও দেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। সেই মতো ইডি মানিকের দেশ-বিদেশের সব সম্পত্তি বাজেয়াপ্ত করে।

বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে আবেদনও করেন মানিক। সোমবার বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাসে মানিক ভট্টাচার্য আবেদন জানান, যেন এই মামলার শুনানি আগামী তিন সপ্তাহের জন্য মুলতুবি করা হোক। এদিন বিচারপতি সেই আবেদন মঞ্জুর করে নিলেন বলে জানা যাচ্ছে।

নিয়োগ দুর্নীতির মামলায় আগেই ইডি-র হাতে গ্রেফতার হন তৃণমূল বিধায়ক ও প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্য। সেই মামলাতেই যুব তৃণমূল নেতা শান্তনু বন্দ্যেপাধ্যায়কে গ্রেফতার করেছে ইডি।এই দু’জনের সরাসরি যোগসাজশ ছিল বলেও গোয়েন্দা সূত্রে চাঞ্চল্যকর দাবি করা হয়। ইডি সূত্রে দাবি, অযোগ্য চাকরিপ্রার্থীদের চাকরি দিতে সরাসরি মানিক ভট্টাচার্যর কাছে সুপারিশ করতেন শান্তনু। মানিকের বাড়ির মতো শান্তনুর বলাগড়ের বাড়িতে তল্লাশি চালিয়েও প্রচুর চাকরিপ্রার্থীর নামের তালিকা উদ্ধার করেছিলেন কেন্দ্রীয় গোয়েন্দারা।


Sudipto

সম্পর্কিত খবর