হুগলির শিল্পা নন্দীর প্রশংসায় পঞ্চমুখ বিচারপতি গঙ্গোপাধ্যায়! জানেন কে এই মহিলা?

বাংলা হান্ট ডেস্কঃ নিয়োগ দুর্নীতির একাধিক মামলায় তাৎপর্যপূর্ণ রায় দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Justice Abhijit Gangopadhyay)। সকলের মুখে মুখে এখন কলকাতা হাইকোর্টের এই বিচারপতির নাম। এদিকে নিয়োগ দুর্নীতি নিয়ে যখন রাজ্য তোলপাড়, আদালতে চলছে একাধিক মামলা, ঠিক সেই সময়ে প্রাথমিক শিক্ষক (Primary School Teacher) হিসেবে নিয়োগপত্র পেলেন মৃত চার জন। পাশাপাশি নিয়োগপত্র গেল এমন ৬৬ জনের কাছে যাদের বয়স ৬০ বছরেরও বেশি। অর্থাৎ অবসরেরও সময় পেরিয়ে গিয়েছে।

হুগলি জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের (Hooghly District Primary School Council) কাণ্ডে রীতিমতো শোরগোল রাজ্যে। হুগলির এই ঘটনায় উঠে এসেছে বাম আমলের ‘নিয়োগ দুর্নীতি’র প্রসঙ্গ। এবার এই ইস্যুতেই প্রশ্ন করা হল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে। ঘটনা শুনে কি প্রতিক্রিয়া দিলেন বিচারপতি?

সরাসরি এই ঘটনা নিয়ে বিচারপতিকে প্রশ্ন করা হলেও তিনি সরাসরি এই ঘটনা প্রসঙ্গে কোনও মন্তব্য করেন নি। শুক্রবার বইমেলায় গিয়েছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। সেখানে তাকে হুগলির ঘটনা নিয়ে প্রশ্ন করা হলে বিচারপতি সেই নিয়ে কোনও প্রতিক্রিয়া দিতে নারাজ। তবে জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ার পার্সন তথা তৃণমূল নেত্রী শিল্পা নন্দীর (Hooghly Primary Teacher Council Chairman Shilpa Nandi) প্রশংসা শোনা গেল বিচারপতির মুখে।

এই প্রসঙ্গে বিচারপতি বলেন, ‘আমি এই নিয়ে কিছু বলব না। তবে এই বিষয়ে অন্য কথা বলার আছে। হুগলি জেলার প্রাথমিক শিক্ষা সাংসদের সভাধিপতি একাধিকবার আমার এজলাসে এসেছেন। জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ার পার্সন শিল্পা নন্দীকে আমি দেখেছি।মামলা সূত্রে একাধিকবার এজলাসে দেখেছি। তার কাজকর্ম অত্যন্ত পরিচ্ছন্ন। অত্যন্ত পরিচ্ছন্নভাবে কাজটা করেন তিনি। তবে এটা একেবারে অন্য বিষয়। শুধু এটাই বলব।’

justice ganguly

প্রসঙ্গত, হুগলি জেলা প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতি ছিলেন নির্মলেন্দু অধিকারী। তার আমলেই নিয়োগ দুর্নীতির পর্দা ফাঁস হয়। ইতিমধ্যেই হুগলির কুন্তল ঘোষ, শান্তনু বন্দ্যোপাধ্যায়ের মত নেতারা নিয়োগ দুর্নীতিতে জেলবন্দি। তাদের সূত্রেও হুগলি জেলা প্রাথমিক শিক্ষা সংসদের খবরেও শিরোনামে উঠে আসে। এরপরই সভাপতি পদ থেকে সরিয়ে দেওয়া হয় নির্মলেন্দু অধিকারীকে। নতুন দায়িত্ব দেওয়া হয় শিল্পা নন্দীর ওপর। এর আগে অবশ্য ২০১৮- ২০২৩ সাল পর্যন্ত হুগলি জেলা পরিষদের সদস্য পদে ছিলেন শিল্পা।

আরও পড়ুন: সাতসকালে দুর্ঘটনা! হাওড়া-খড়গপুর শাখায় লাইনচ্যুত মালগাড়ি, বন্ধ ট্রেন চলাচল

স্বামী শুভঙ্কর নন্দি রাজনীতিতে নিয়ে আসেন শিল্পাকে। তবে কখনও সক্রিয় রাজনীতি করতে তাকে দেখা যায়নি। গত বছর নিয়োগ দুর্নীতি মামলায় তাকে নিজাম প্যালেসের তলব করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। এবার সেই শিল্পার প্রশংসাতেই পঞ্চমুখ বিচারপতি গঙ্গোপাধ্যায়।


Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর