‘রাত সাড়ে ৮টার মধ্যে ধরে আনুন!’ কাকে হাজির করার নির্দেশ বিচারপতির? তুঙ্গে শোরগোল

বাংলা হান্ট ডেস্কঃ ফের অ্যাকশনে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Justice Abhijit Gangopadhyay)। গত বছর থেকে স্কুলে নিয়োগ দুর্নীতি নিয়ে তোলপাড়। সেই নিয়ে চলছে একাধিক মামলা। জেলবন্দি রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী থেকে শুরু করে বহুজনা। এরই মধ্যে সম্প্রতি কলেজ নিয়োগেও দুর্নীতির অভিযোগ সামনে এসেছে। এদিন সেই মামলাতেই বিরাট নির্দেশ কলকাতা হাইকোর্টের (Calcutta High Court)।

২০২৩ সালে কলেজে নিয়োগের যে প্যানেল প্রকাশিত হয়েছিল, তাতে অস্বচ্ছতা ছিল। এই অভিযোগ নিয়েই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন এক চাকরিপ্রার্থী। শুক্রবার এই মামলার শুনানিতেই কলেজ সার্ভিস কমিশনের চেয়ারম্যানকে (college service chairman) ধরে আনার জন্য পুলিশকে নির্দেশ দিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।

এর আগে এই মামলায় বিচারপতি রাজ্যের কলেজ সার্ভিস কমিশনকে নির্দেশ দিয়ে বলেছিলেন আদালতের নির্দেশ অমান্য করলে কমিশনের চেয়ারম্যান দীপক করের বিরুদ্ধে পদক্ষেপ করা হবে। তবে এদিন বিকেল ৪টে ১৫ মিনিটে সেই নির্দেশ না মানায় কলেজ সার্ভিস কমিশনকে বাড়তি একঘন্টা সময় দেন বিচারপতি।

আরও পড়ুন: ‘রেপ কেসকে দর করেছিলেন, মমতা ব্যানার্জি আপনি শুনতে পাচ্ছেন..’, কামদুনি কাণ্ডে বিস্ফোরক মৌসুমী

আদালত সূত্রে খবর, সেই সময়ের মধ্যেও নির্দেশ মানেনি কমিশন। এরপরই ক্ষুব্ধ হয়ে কমিশনের চেয়ারম্যানকে ধরে আনার কড়া নির্দেশ দেন বিচারপতি। এদিন বিধাননগর পুলিশ কমিশনারেটকে এই নির্দেশ দেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।

আরও পড়ুন: টানা ২০ ঘণ্টা তল্লাশি! খাদ্যমন্ত্রীর বাড়ি থেকে কী কী নিয়ে বেড়োলো ED? জানলে ‘থ’ হবেন

high court

এদিন এই নির্দেশ দিয়ে বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেছেন, ‘‘রাত সাড়ে ৮টার মধ্যে কলেজ সার্ভিস কমিশনের চেয়ারম্যান দীপক করকে আদালতে হাজির করুন।’’ বিধাননগর পুলিশ কমিশনারেটকে সাফ নির্দেশ বিচারপতির।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর