বাংলা হান্ট ডেস্ক : অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) সঙ্গে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের (Justice Abhijit Ganguly) দ্বন্দ্ব এখন সর্বজন বিদিত।শুক্রবার তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের তরফে আদালতে জানিয়ে দেওয়া হলি গঙ্গোপাধ্যায় তাঁর বিরুদ্ধে একপেশে বা পক্ষপাতদুষ্ট মনোভাব নিয়েছিলেন।
বিচারপতি অমৃতা সিনহার এজলাসে এই সম্পর্কিত তথ্য জমা দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যয় এর আগে গত ১৩ এপ্রিল নির্দেশ দেন সিবিআই ও ইডি এই নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জেরা করতে পারবেন।
আইনজীবী মারফৎ অভিষেক বন্দ্যোপাধ্যায় জানান, তাঁকে জেরা করার ব্যাপারে ইডির তরফে কোনও আবেদন করা হয়নি। এদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী আবেদন করেন, বিচারপতি তাঁর নির্দেশে জানিয়েছিলেন, অভিযুক্ত কুন্তল ঘোষ ও আমার মক্কেলের বক্তব্যের মধ্যে হয়তো কিছু মিল রয়েছে। একজন তো প্রশ্ন করতেই পারেন কীসের উপর ভিত্তি করে এসব করা হল?
পাশাপাশি আরও বলা হয় ইডি যে ব্যাপারে আবেদন করেছিল তার সঙ্গে অভিষেককে জেরার কোনও সম্পর্ক নেই। এটা ছিল কুন্তল ঘোষ কয়েকজন তদন্তকারী আধিকারিকের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছিল। তা নিয়েই এই আবেদন করা হয়েছিল।
তৃণমূল নেতার আইনজীবী আরও জানান, বিচারপতি এক পয়েন্ট থেকে অপর পয়েন্টে চলে যাচ্ছেন। সেকারণেই আমি বিচারপতির বিরুদ্ধে অভিযোগ করছি যে তিনি পক্ষপাতদুষ্ট আচরণ করছেন। সেকারণেই সুপ্রিম কোর্ট তাঁর হাত থেকে মামলা তুলে নিয়েছেন।
সুপ্রিম কোর্টের একাধিক নির্দেশনামাকে উল্লেখ করে আইনজীবী জানান, রোস্টারের বাইরে গিয়ে বিচারপতি মামলা শুনতে পারেন না। তিনি জানিয়েছেন, যদি বিচারপতি মনে করেন তাৎক্ষণিকভাবে তিনি মামলা শুনতে চান তবে তিনি একটি অর্ডার দিতে পারেন যাতে মামলার নথি প্রধান বিচারপতির কাছে পেশ করা হয় যাতে তাঁর কাছ মামলার দায়িত্ব আসে। কিন্তু ইনস্টান্ট কেসের ক্ষেত্রে আগে কোনওদিন এমনটা হয়নি।