সার্থক আন্দোলন! ৩০০-র বেশি শূন্যপদে করতে হবে নিয়োগ, বড়সড় নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট

বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যের একের পর এক নিয়োগ দুর্নীতির (Recruitment Scam) মামলায় কড়া নির্দেশ দিয়ে চলেছেন হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Justice Abhijit Ganguly)। সেই রেশ বজায় রেখে এবার ফের প্রাথমিকে (TET Recruitment) নিয়োগের ক্ষেত্রে বড় নির্দেশ দিলেন বিচারপতি। বুধবার দক্ষিণ ২৪ পরগনায় ২০০৯ সালের বিজ্ঞপ্তি অনুসারে প্রাথমিকে ৩২৮টি শূন্যপদে নিয়োগের নির্দেশ দিলেন তিনি।

পাশাপাশি অবিলম্বে সেই নিয়োগ পক্রিয়া শুরু করতে হবে বলেও নির্দেশ দেন বিচারপতি। উল্লেখ্য, ২০০৯ সালে যে টেট পরীক্ষা হয়েছিল তাতে দক্ষিণ ২৪ পরগনা জেলায় মত শূন্যপদের সংখ্যা ছিল ১৮৩৪ টি। এর মধ্যে ১৫০৬ জনের তালিকা প্রকাশ করেছিল পর্ষদ। বাকি ৩২৮টি শূন্যপদে নিয়োগ হয়নি বলে অভিযোগ চাকরিপ্রার্থীদের। সেই নিয়ে বহুদিন ধরে আন্দোলনও চালাচ্ছেন চাকরিপ্রার্থীরা। এদিন বিচারপতির নির্দেশে তাদের আন্দোলন সার্থক হল বলেও মত অধিকাংশের।

এদিন মামলার শুনানি শেষে বিচারপতির নির্দেশ, আগামী ১৭ এপ্রিলের মধ্যে চূড়ান্ত তালিকা প্রকাশ করে নিয়োগ শুরু করতে হবে । পাশাপাশি যেহেতু মামলা দীর্ঘদিন চলেছে তাই মেধার ভিত্তিতে শূন্যপদের ৫ শতাংশ বেশি আসনে নিয়োগ করতে হবে পর্ষদকে।

justice ganguly

প্রসঙ্গত,প্রায় এক বছর পেরিয়ে গিয়েছে গান্ধীমূর্তির নীচে চাকরির দাবিতে আন্দোলন চালাচ্ছেন দক্ষিণ ২৪ পরগনার চাকরিপ্রার্থীরা। বুধবার বিচারপতির নির্দেশের পর অবশেষে দুর্দশা কাটতে চলেছে তাদের। বিচারপতি আরও বলেন, ৩২৮ জনের পাশাপাশি আরও ৯২ জনকে নিয়োগ করতে হবে।

জানিয়ে রাখি, ২০০৯ সালের বিজ্ঞপ্তির ভিত্তিতে ২০১২ সালে টেটের লিখিত পরীক্ষা নেওয়া হয়। তারপর কেটে গিয়েছে প্রায় ১১ বছর। দীর্ঘ লড়াই, আন্দোলনের পর অবশেষে আদালতের নির্দেশে নিয়োগ পেতে চলেছেন চাকরিপ্রার্থীরা। খুশির হাওয়া বইছে আন্দোলনকারী দের মধ্যে।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর