বাংলা হান্ট ডেস্ক : ফের এজলাসে কড়া নির্দেশ দিলেন বিচারপতি। নিয়োগ দুর্নীতি কাণ্ডে জেলবন্দি তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্যকে (Manik Bhattacharya) দু’ঘণ্টার মধ্যে এজলাসে হাজির করানোর নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Justice Abhijit Ganguly)। প্রেসিডেন্সি জেল কর্তৃপক্ষকে বিচারপতি দুপুর একটা নাগাদ নির্দেশ দেন, দুপুর তিনটের মধ্যে মানিককে তাঁর এজলাসে হাজির করাতে হবে।
অবশ্য এই নির্দেশ নিয়ে আইনজ্ঞদের মধ্যে যথেষ্ট মতবিরোধ রয়েছে। তাঁদের দাবি, জেলবন্দি কাউকে হাইকোর্টে নিয়ে আসা যায় না। তার জন্য নিম্ন আদালত রয়েছে। জানা যাচ্ছে, প্রাথমিকে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত একটি মামলার শুনানি ছিল। তার ভিত্তিতেই মানিককে এজলাসে হাজির করানোর নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
তবে এই প্রথম নয়। এর আগে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশেই মানিক ভট্টাচার্যকে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি পদ থেকে সরানো হয়েছিল। অতীতে পার্থ চট্টোপাধ্যায়, পরেশ অধিকারীদেরও দু’তিন ঘণ্টা সময় বেঁধে দিয়ে হাইকোর্ট কিংবা সিবিআই দফতরে হাজিরার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এবার জেলবন্দি মানিককে ডাকা হল হাইকোর্টে। মনে করা হচ্ছে, ওএমআর শিট, নম্বর বাড়ানো-কমানো ইত্যাদি সংক্রান্ত বিষয়ে মানিককে প্রশ্ন করতে পারেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। এখন দেখার শেষ পর্যন্ত কী হয়।
গতকালই দুর্নীতি প্রসঙ্গে আবারও বিস্ফোরক মন্তব্য করেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Justice Abhijit Ganguly)। এদিন আদালতে তিনি বলেন, ‘দুর্নীতির বিরুদ্ধে লড়াই চলবে। সুপ্রিম কোর্ট এবং তার বিচারপতিদের ওপর আমার বিশ্বাস, আস্থা এবং শ্রদ্ধা আছে। কিছু মানুষ এখনও কুৎসা এবং অপপ্রচার চালাচ্ছে।
তিনি আরও বলেন, ‘ভারতের আইন সভ্য আইন। সুপ্রিম কোর্টে মামলা আছে। কিছুটা সময় হয়তো লাগছে। কিন্তু বিচার হবে। আমার লড়াই এখন শুধুমাত্র দুর্নীতি বা দুর্নীতিবাজদের বিরুদ্ধে সীমাবদ্ধ নেই। কিছু রক্তপিপাসু দালালরাও এখন মাঠে নেমে পড়েছে। তারা রক্তের লোভে আমার পিছনে ছুটছে। এদের বিরুদ্ধেও আমাকে লড়তে হবে। দুবৃত্তরা আইন রক্ষার নাম করে দুর্নীতি এবং দুর্নীতিবাজদের সাহায্য করছে। এর বিরুদ্ধে আমাদের লড়াই চলবে।’