‘ইস্তফা দিয়ে রাজনীতিতে আসুন’, ভাইপোর সম্পত্তি নিয়ে প্রশ্ন তুলতেই বিচারপতির উপর চটল তৃণমূল!

বাংলা হান্ট ডেস্ক: ভরা এজলাসে বসে এবার ‘ভাইপো’ শব্দবন্ধ উচ্চারণ করলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Ganguly)। আর তাই নিয়ে শুরু হল বিতর্ক! কোভিড (Covid) ক্ষতিপূরণ মামলায় এজলাসে মামলার শুনানি চলাকালীন বিচারপতি গঙ্গোপাধ্যায় মন্তব্য করেন, ‘কে একটা ভাইপো আছে। তাঁর বাড়ি চারতলা। কোটি টাকার বাড়ি! কোথা থেকে আসে এত টাকা?’ এরই সঙ্গে বিচারপতি বলেন, ‘এরাজ্যে চোলাই মদ খেয়ে মারা গেলে দু’লক্ষ টাকা দেওয়া হয়। করোনায় মৃত্যু হলে আদৌ টাকা দেওয়া হয়?”

শুক্রবার কোভিড ক্ষতিপূরণ সংক্রান্ত একটি মামলার শুনানি চলছিল। ২০২০ সালের ১ আগস্ট করোনায় মৃত্যু হয় উত্তর ২৪ পরগনার নালাবড়া প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বিভূতিকুমার সরকারের। স্বামীর মৃত্যুর পর তাঁর জায়গায় এখনও পর্যন্ত চাকরি না পেয়ে আদালতের দ্বারস্থ স্ত্রী। সেই মামলার শুনানিতে নাম না করে ‘ভাইপো’কে আক্রমণ করলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।

এই নিয়ে পাল্টা তোপ দেগেছে তৃণমূলও (TMC)। শাসক দলের মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh) বলেন, ‘অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিচার ব্যবস্থার কলঙ্কের মতো আচরণ করছেন। তিনি বিচারপতির আসনের অপব্যবহার করছেন। বিচারপতির সম্মান এবং পদের সুযোগ নিয়ে রাজনৈতিক মন্তব্য করে চলেছেন। তাঁর নিজের রাজনৈতিক উইশ লিস্ট অবস্থান প্রকাশিত হয়ে যাচ্ছে।’

abhijit abhishek

এরই পরে বিচারপতি গঙ্গোপাধ্যায়কে কমরেড বলে সম্মোধন করে কুনাল ঘোষের বক্তব্য, ‘মনে নেই কমরেড অভিজিৎ গঙ্গোপাধ্যায়, আপনাদের জ্যোতিবাবু যখন ছিলেন তখন চন্দন বসুকে নিয়ে কী কী কেলেঙ্কারি হয়েছিল। বেঙ্গল ল্যাম্প কেলেঙ্কারি থেকে শুরু করে চন্দন বসুর নামে যে যে কেলেঙ্কারি এসেছিল লজ্জা করে না সেগুলো নিয়ে আলোচনা করতে পারেন না! বিচারকের চেয়ারে বসে বিচার ব্যবস্থাকে কলঙ্কিত করে যে কাজ আপনি করছেন, সে কাজ করতে পারেন না। আপনার ক্ষমতা থাকলে ইস্তফা দিয়ে রাজনীতির ময়দানে আসুন।’

Avatar
Monojit

সম্পর্কিত খবর