‘ওর জন্য কী না করেছি…’, সায়ন্তিকার সঙ্গে সম্পর্কের গুঞ্জন উঠতেই মুখ খুললেন জায়েদ খান

বাংলা হান্ট ডেস্ক : গত কয়েকদিন ধরেই সায়ন্তিকা (Sayantika Banerjee) এবং জায়েদ খান (Zayed Khan) তরজা তুঙ্গে। দুই দেশের মিডিয়াতেই ভূমিকম্প এসে গেছে যেন। পড়শিদেশে গিয়ে শ্যুটিং শেষ না করেই দেশে ফিরে এসেছেন টলি অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। শোনা যাচ্ছে, ছবির প্রযোজকের অসহযোগিতার কারণেই নাকি এমন পদক্ষেপ। এসবের মাঝেই কেউ কেউ আবার জায়েদ খানের সঙ্গে নায়িকার সম্পর্ক খুঁজতে ব্যস্ত।

সূত্রের খবর, সায়ন্তিকা মোট দুটি বাংলাদেশী ছবি সাইন করেছিলেন। আর সেই ছবির কারণেই বাংলাদেশে পাড়ি দিয়েছিলেন তিনি। সেখানে গিয়ে শ্যুটিংর ফাঁকে চুটিয়ে আড্ডাও দিয়েছেন অভিনেতা জায়েদ খানের সঙ্গে। তবে কি প্রেম ঘনালো তাদের মধ্যে। অভিনেত্রীর গলাতেও ঝরে পড়ছিল জায়েদের প্রশংসা।

সায়ন্তিকা বলেন, জায়েদ এত সুন্দর, এত পরিষ্কার মনের মানুষ যে ওকে দেখলেই কেমন কেমন করে। এককথায়, বাংলাদেশী তারকাকে নিয়ে প্রশংসায় পঞ্চমুখ অভিনেত্রী। আর এবার একইরকম সুর জায়েদের গলাতেও। ঢালিউড তারকা যেন তার নায়িকার কাণ্ডে মুগ্ধ। তিনি বলেন, “আমার সঙ্গে তার কোনও ঝামেলা হয়নি। বরং, ওর সঙ্গে পরিচালক এর অশান্তির কারণেই সবকিছু হয়ছে।”

আরও পড়ুন : ‘সনাতনের বিরুদ্ধে বলার জন্য একটা বাচ্চাকে অকারণে …!’ উদয়নিধির পাশে দাঁড়ালেন কমল হাসান

জায়েদের আরও সংযোজন, “আমার সঙ্গে যদি ওর অশান্তি হত তাহলে ওকে এয়ারপোর্ট অবধি এগিয়ে দিয়ে আসতাম নাকি? আবার নতুন ছবি সাক্ষর করতাম আমি? এখানেই শেষ নয়। বরং, তিনি জানালেন সায়ন্তিকার মত প্রফেশনাল মানুষ খুব কম আছে। টাকা পয়সা দিলে, আবার শুটিং শুরু হবে। ওর সঙ্গে ব্যাক্তিগত বিষয়ে, কোনও ঝামেলা হয়নি।”

আরও পড়ুন : ‘আপনার প্রেমিককে দেখতে চাই’, আবদার শুনে যা জবাব দিলেন নায়িকা

তবে কি দুজনের সম্পর্ক অন্যদিকে মোড় নিচ্ছে? এমনই সব প্রশ্ন দানা বাঁধছে নেটিজনদের মনে। মিডিয়া বলছে, ইতিমধ্যেই নাকি একে অপরকে মন‌ দিয়ে বসেছেন তারা। যদিও জায়েদ বলছেন, ‘আমায় আমার সমস্ত ছবির নায়িকারাই ভালবাসেন। আজ এতজনের সঙ্গে কাজ করেছি তাদের আমায় নিয়ে কোনও খারাপ মন্তব্য নেই। আর সায়ন্তিকা বন্দোপাধ্যায়ের জন্য, আমি নিজের থেকে সকালের জলখাবার ব্যবস্থা করে দিয়েছি। ওর জন্য, আমি অনেককিছু করেছি শুটিং ফ্লোরে।’

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর