ভরা এজলাসে বিস্ফোরক বিচারপতি গঙ্গোপাধ্যায়! মামলাকারীকে বললেন ‘আমি শয়তান হয়ে গেছি”

বাংলাহান্ট ডেস্ক : নিয়োগ দুর্নীতি মামলায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Justice Abhijit Ganguly) একের পর এক সাড়া জাগানো পর্যবেক্ষণ দিয়েছেন। রাজ্য সরকারের একাধিক প্রভাবশালী ব্যক্তিকে কাঠগড়ায় নিয়ে এসে দাঁড় করিয়েছন। যার জেরে তাঁর তুমুল জনপ্রিয়তাও বেড়েছল। বাংলার এক শ্রেণির মানুষ ও মামলাকারী চাকরি প্রার্থীদের অনেকেই তাঁর উপর ভরসা করেছেন।

এরই মধ্যে সোমবার এক মামলাকারীর উদ্দেশে বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, ‘আমি বদলে গিয়েছি। আগের মতো তো আর নেই। ভগবান থেকে শয়তান হয়ে গিয়েছি আমি।’ হাইকোর্টে (Calcutta High Court) বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে কোনও শুনানি থাকলে এখন এমনিতেই ভিড় হয়ে যায়। আইনজীবী, সাংবাদিক, সাধারণ মানুষের একে জমাটি ভিড়। অন্য মামলার সঙ্গে জড়িত আইনজীবীরাও অনেকে এসে বসে থাকেন বিচারপতি নতুন কী বলছেন তা শোনার জন্য।

এদিন চলছিল প্রাথমিকে নিয়োগ মামলার শুনানি। শুনানি চলাকালীন এক মহিলা সামনের দিকে এগিয়ে আসেন। তারপর বলেন, ‘ধর্মাবতার আমার কথা একটু শুনুন। আপনিই ভরসা।’ এ কথা শুনেই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, ‘আমি তো আর আগের মতো নেই। আমি ভগবান-টগবান নই। আমি শয়তান হয়ে গেছি। ভগবান থেকে শয়তান।’

মহিলা খানিক হকচকিয়ে যান। তারপর সম্বিৎ ফিরে পেয়ে বলেন, ‘ধর্মাবতার এ ভাবে বলবেন না প্লিজ। আপনি দেশের জন্য যা করছেন তা অতুলনীয়। আপনাকে অশেষ ধন্যবাদ।’ অবশেষে বিচারপতি গঙ্গোপাধ্যায় তাঁকে বলেন, ‘ঠিক আছে, আপনার মামলার নম্বর কত? দিয়ে যান। বুধবার বিষয়টি দেখতে পারি।’

এখানেই শেষ নয়। এজলাস ছেড়ে বেরোনোর সময়ই ওই মহিলা পা পিছলে পড়ে যান। কয়েকজন আইনজীবী দৌড়ে এসে তাঁকে তুলে ধরেন। মহিলা তখন বলেন, ‘আমার মাথা ঘুরে গিয়েছিল।’ বিচারপতি গঙ্গোপাধ্যায়ও এ ঘটনায় বেশ বিচলিত হয়ে পড়েন। তিনি আশ্বাস দিয়ে বলেন, ‘আপনি সাবধানে যান। মামলার শুনানি হবে। চিন্তা করবেন না।’

Avatar
Sudipto

সম্পর্কিত খবর