‘দরকারে শিক্ষামন্ত্রীকে তলব করা হবে”, নিয়োগ দুর্নীতি নিয়ে বড় বয়ান বিচারপতি গঙ্গোপাধ্যায়ের

বাংলা হান্ট ডেস্কঃ বিগত কিছুমাস ধরে নিয়োগ দুর্নীতি (Recruitment Scam) ইস্যুতে রীতিমতো জেরবার রাজ্য সরকার। অন্যায় পদ্ধতিতে নিয়োগের ছাড়পত্র দেওয়া হয়েছে শিক্ষাক্ষেত্রে। এই বিষয়টি এখন জলের মতো পরিষ্কার হয়ে গেছে। তা না হয়েও উপায় নেই, কারণ আদালতের চাপে বেআইনিভাবে চাকরি প্রাপকদের তালিকা ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (SSC)। এবার সেই সকল প্রার্থীদেরই নিয়োগ বাতিল করার অনুমতি চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে কমিশন। শুক্রবার সেই মামলা চলাকালীনই এজলাসে বসে সরাসরি শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর (Bratya Basu) নাম তুললেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Justice Abhijit Ganguly)।

ঠিক কী বললেন বিচারপতি? এদিন এজলাসে বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, “হয়ত জানা যাবে মধ্যশিক্ষা পর্ষদই আসল কালপ্রিট। যদি পর্ষদ কিছু করতে না পারে, তাহলে এবার শিক্ষামন্ত্রীকে ডেকে পাঠাতে হবে।” পাশাপাশি এদিন কমিশন নিয়োগ বাতিল করার আর্জি জানালে বিচারপতি তাদের বলেন, আপনারা যদি নিয়োগ বাতিল করতে চান, করুন। কোথায় বাধা? কমিশনের নিয়োগ বাতিল করার এক্তিয়ার রয়েছে।

প্রসঙ্গত, বিচারপতির কড়া নির্দেশের পরই, তড়িঘড়ি দু দফায় বেআইনিভাবে সুপারিশ করা নামের তালিকা প্রকাশ করেছিল স্কুল সার্ভিস কমিশন। দেখা গিয়েছিল সেই তালিকায় নাম থাকা মোট ১৮৪ জনের মধ্যে ৮১ জন বর্তমানে চাকরি করেন বলে।

abhijeet ganguly

এর পরই সেই ৮১ জনের মধ্যে ৯ জন ইতিমধ্যেই আদালতের দ্বারস্থ হয়েছে। এই ন’জনের ওএমআর শিট খতিয়ে দেখা হবে বলে জানিয়েছে আদালত। এদিন হাইকোর্ট নির্দেশ দেয়, ওই ন’জনকে নিয়ে বৈঠক করতে হবে। উপস্থিত থাকবেন ৯ জনের আইনজীবী, কমিশনের চেয়ারম্যান ও কমিশনের আইনজীবী। সাথেই আগামী সপ্তাহে বুধবারের মধ্যে সেই রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে আদালত তরফে। মামলার পরবর্তী পরবর্তী শুনানি ২২ ডিসেম্বর।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর