‘দরকার হলে যোগির বুলডোজার ভাড়া করুন!’, হঠাৎ কেন এই নিদান দিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়? চাঞ্চল্য রাজ্যে

বাংলা হান্ট ডেস্ক : ফের এজলাসে বসেই বিস্ফোরক মন্তব্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Justice Abhijit Ganguly)। কোনও গুন্ডামি বরদাস্ত করা হবে না। গুন্ডাদের কী ভাবে শায়েস্তা করতে হয় জানা রয়েছে। বেআইনি নির্মাণ সংক্রান্ত একটি মামলায় কলকাতা পুরসভার (Kolkata Municipality) আইনজীবীর উদ্দেশে শুক্রবার এমনই মন্তব্য করলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

তিনি এদিন বলেন, ‘দরকার পড়লে যোগি আদিত্যনাথের থেকে কিছু বুলডোজ়ার ভাড়া করুন।’ পাশাপাশি, কলকাতা পুলিস এবং পুরসভার প্রশংসাও করেছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। বেআইনি নির্মাণ সংক্রান্ত মামলায় মানিকতলা থানাকে যুক্ত করার নির্দেশ দিয়েছেন তিনি।

শুক্রবার বেআইনি নির্মাণ সংক্রান্ত এই মামলার শুনানিতে বিচারপতি গঙ্গোপাধ্যায় কলকাতা পুলিসের গুন্ডাদমন শাখার প্রশংসা করেন। তাঁর মন্তব্য, ‘কলকাতা পুলিসের গুন্ডাদমন শাখার আধিকারিকেরা জানেন, কী ভাবে গুন্ডাদের শায়েস্তা করতে হয়।’ তিনি এও বলেন, ‘পুলিস আর পুরসভা নিয়ে আমি কিছু বলব না। আমি জানি তাদের কী বাহ্যিক চাপের মুখে কাজ করতে হয়।’ আগামী শুক্রবার এই মামলার পরবর্তী শুনানি।

justice abhijit gangopadhyay

 

এদিকে, এসএসসি একাদশ-দ্বাদশের ওএমআর শিট সংক্রান্ত বিষয়ে ববিতা সরকারের মামলায় একাধিক প্রশ্ন তুলেছেন হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। মামলাকারীর আইনজীবীর অভিযোগ, কমিশনের হাইকোর্টে যে অবস্থান ছিল, সুপ্রিম কোর্টে গিয়ে তা কিছুটা বদলে গিয়েছে। যদিও কমিশনের তরফে আইনজীবী সেই অভিযোগের আপত্তি জানান। আর তারপরই কমিশনের চেয়ারম্যানের বক্তব্য তলব করা হয় আদালত থেকে। বিচারপতি আরও মন্তব্য করেন, হাইকোর্টের বিচারপতি ও আইনজীবীরা কেউ বোকা নন।

বিচারপতি গঙ্গোপাধ্যায় এদিন আরও বলেন, ‘যাঁরা ভগবান কে বুঝতে পারছেন না, তাঁরা ঠাকুর ঘরে গিয়ে দেখুন। ভগবান চিনে যাবেন।’ এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আইনজীবীকে তিনি আরও বলেন, ‘কেলেঙ্কারি হচ্ছে, দেখুন।’ এদিন আদালতে সুপ্রিম কোর্টে রেকর্ডেড সওয়ালও শোনেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। শীর্ষ আদালতের শুনানির ভিডিয়ো চালিয়ে দেখানো হয় বিচারপতি গঙ্গোপাধ্যায়কে।

Sudipto

সম্পর্কিত খবর