বহু মামলা খারিজ করেও নির্দেশ প্রত্যাহার করে নিলেন জাস্টিস গাঙ্গুলি! কারণ জানলে অবাক হবেন

বাংলা হান্ট ডেস্কঃ বুধবার কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের (Justice Abhijit Ganguly) এজলাসে একাধিক মামলার শুনানি ছিল। তবে মামলাকারীর আইনজীবী আদালতে উপস্থিত না থাকায় একাধিক মামলা খারিজ করে দিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। তবে তার কিছুক্ষন বাদেই সেই নির্দেশ প্রত্যাহার করে নিলেন তিনি।

সাধারণত, শুনানির জন্য কোনো মামলা আদালতে ওঠার পর যদি কোনো কারণ বশত দু পক্ষের আইনজীবী উপস্থিত না থাকে তবে স্বাভাবিক নিয়মে অনেক সময় মামলা খারিজ হয়ে যায়। এদিনও তেমনটাই হচ্ছিলো। যদিও পরে নিজের নির্দেশ প্রত্যাহার করে নেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। কারণ কী?

justice ganguly

কারণ সূর্যের এই প্রচন্ড দাবদাহ! বুধবার বিচারপতি মামলা খারিজ করে দেওয়ার পর এক আইনজীবী বিচারপতিকে বলেন, অত্যধিক গরমের কারণে অনেক আইনজীবী সময় মতো শুনানিকক্ষে এসে পৌঁছতে পারছেন না। তিনি জানান, “প্রচন্ড গরমে একটু মেঘলা হলেও নিস্তার। আর পারা যাচ্ছে না! বাইরে যেন লু বইছে। হাই কোর্টের বারান্দা দিয়ে হেঁটে যেতে পারছি না। গায়ে যেন আগুনের হলকা লাগছে।”

এরপরেই নিজের সিদ্ধান্ত প্রত্যাহার করেন জাস্টিস গাঙ্গুলি। পুরোনো স্মৃতি হাতড়ে বিচারপতি বলেন, “আমিও এক সময় আইনজীবী ছিলাম। জানি, এই গরমে কালো কোট পরে কাজ করা কতটা কষ্টকর! আইনজীবীদের এই ভবন থেকে ওই ভবনে দৌড়ে যেতে হচ্ছে। মনে হচ্ছে, রোপওয়ে থাকলে ভাল হয়। যে সব মামলা খারিজ হয়ে গিয়েছে, আবার তার শুনানি হবে।” শুধুমাত্র বুধবারের জন্য মামলাগুলি মুলতুবি করেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।


Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর