‘আর কোনও মামলার অনুমতি নয়…’, এজলাসে বসেই বিরাট মন্তব্য জাস্টিস সিনহার

বাংলা হান্ট ডেস্কঃ গার্ডেনরিচ কাণ্ডের জের। এবার বেআইনি নির্মাণ নিয়ে আগেও কড়া বিচারপতি অমৃতা সিনহা (Justice Amrita Sinha)। গার্ডেনরিচের (Garden Reach) নির্মীয়মাণ বহুতল ভেঙে পর্যন্ত মোট ৯ জনের মৃত্যু হয়েছে। ধ্বংসস্তূপে এখনও আটকে থাকার আশঙ্কা আরও কিছুজনের। আর এই ভয়াবহ ঘটনার পর এবার বেআইনি নির্মাণ নিয়ে আরও কঠোর অবস্থান কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)।

বেআইনিভাবে নির্মাণ হয়েছে এমন অভিযোগের ভিত্তিতে নির্মাণ ভেঙে ফেলার নির্দেশের ওপর কোনো হস্তক্ষেপই নয়। স্পষ্ট জানালেন বিচারপতি অমৃতা সিনহা। মঙ্গলবার এই বিষয়ে জাস্টিস সিনহা বলেন, ‘বাড়ি ভাঙার নির্দেশ সংক্রান্ত কোনও মামলাই শুনব না। যে আদালতই যেই নির্দেশ দিক না কেন সেটাই বহাল থাকবে।’ বিচারপতির মন্তব্য, ‘আগে মানুষের জীবন, মানুষের জীবন সুরক্ষিত ঠাক, আদালত এই ধরনের মামলায় কোনও হস্তক্ষেপই করবে না।

এদিন বিচারপতি সিনহার এজলাসে এই সংক্রান্ত তিনটি মামলার আবেদন আসে। তবে কোনো মামলাই গৃহীত হয়নি। বাড়ি ভাঙার নির্দেশের বিরুদ্ধে কোনও মামলার অনুমতি নয় বলে জানিয়ে দেন বিচারপতি। মঙ্গলবার জাস্টিস সিনহার এজলাসে ইকবালপুরের একটি বেআইনি নির্মাণ মামলার শুনানি ছিল। সেই মামলায় আগেই বাড়িটির বাইরের অংশ ভাঙার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট।

justice sinha r

আরও পড়ুন: কেন সন্দেহ করছেন? নিয়োগ মামলায় আইনজীবী শামীম আহমেদকে প্রশ্ন প্রধান বিচারপতির

ওদিকে আদালতের কাছে ৩০ দিন সময় চায় পুরসভা। এই ইস্যুতেই প্রশ্ন তোলেন বিচারপতি। ‘একটা বাড়ির বাইরের অংশ ভাঙতে ৩০ দিন সময় লাগে?’ মন্তব্য বিচারপতির। পাশাপাশি ওই নির্মাণ ভাঙার জন্য পুরসভায় কাছে আধুনিক যন্ত্রপাতি আছে কি না সেই নিয়েও আশঙ্কা প্রকাশিত করেন বিচারপতি।

এরপরই পুরকমিশনারের এই বিষয়ে আগামী ৯ এপ্রিলের মধ্যে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দেন বিচারপতি। গার্ডেনরিচের নির্মিয়মান বহুতল ভেঙে মৃত্যুর সংখ্যা লাফিয়ে বাড়ছে। খাস কলকাতায় ভয়াবহ এই বিপর্যয়ের ঘটনায় তোলপাড় রাজ্য-রাজনীতি। ওই বহুতল যে বেআইনিভাবে নির্মাণ হচ্ছিল ইতিমধ্যেই তা স্বীকার করে নিয়েছেন মুখ্যমন্ত্রী সহ কলকাতার মেয়র তথা বিধায়ক ফিরহাদ হাকিম।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর