এবার CBI-র উপর ক্ষুব্ধ বিচারপতি সিনহা! প্রশ্নবানে কাহিল কেন্দ্রীয় সংস্থা

বাংলাহান্ট ডেস্ক : ফের এক হেভিওয়েটের নাম আসতে চলেছে নিয়োগ দুর্নীতি মামলায়। এমন অবস্থায় সিবিআইএকে (Central Bureau of Investigation) প্রশ্নে জর্জরিত করলেন বিচারপতি। সিবিআইকে রীতিমতো ভর্ৎসনা করেন কলকাতা হাইকোর্টের (Highcourt) বিচারপতি অমৃতা সিনহা। কোথায় গেল নিয়োগ দুর্নীতির টাকা?

শুধু তাই নয়, নিয়োগ দুর্নীতির মাথা কে বা কারা? এই ধরনের হাজারো প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সাধারণ মানুষের মনে। এবার আদালতে বিচারপতি অমৃতা সিনহা সেই প্রশ্নই করলেন সিবিআইকে। এরই সাথে বিচারপতির মন্তব্য, নিচ থেকে তদন্ত করে আপনারা উপরে উঠছেন। কে আপনাদের বাধা দিচ্ছে উপর থেকে তদন্ত করে নিচে নামতে?

আরোও পড়ুন : অমিতাভকে রাখি বাঁধতে ‘জলসা’য় মমতা! স্বাগত জানাতে বেরিয়ে এলেন ঐশ্বর্যা-আরাধ্যাও

বারবার এক ধরনের রিপোর্ট দিচ্ছেন। সব রিপোর্টে পুরনো তথ্য। কোথায় তদন্তের অগ্রগতি? পাশাপাশি বিচারপতি অমৃতা সিনহা (Amrita Sinha) প্রশ্ন করেন নির্বাচনের পর কেন ঘুমিয়ে পড়েন? এত বড় দুর্নীতি তো কারোর একার মস্তিষ্কপ্রসূত হতে পারে না। শুধু মানিক ভট্টাচার্য তো এর মাথা নয়। উনি ছাড়াও এর সাথে জড়িত রয়েছেন একাধিক ব্যক্তি।

আরোও পড়ুন : পায়ের সাথে তুলনা! মমতার মন্তব্যকে তীব্র ধিক্কার রাজবংশী-মতুয়াদের, দিল বড়সড় হুঁশিয়ারি

তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নিচ্ছেন? বেআইনিভাবে নিয়োগ পাওয়া প্রার্থীদের তালিকাইবা কোথায়? আজ বিচারপতি অমৃতা সিনহা নিয়োগ দুর্নীতির তদন্তে রীতিমত অসন্তোষ প্রকাশ করেন। পঞ্চায়েত নির্বাচনের পর সিবিআই এর ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। তার মন্তব্য, নির্বাচন আসলে আপনারা সজাগ হয়ে উঠেন। 

cbi

তারপর আবার ঘুমিয়ে পড়েন। একই সাথে তিনি প্রশ্ন তোলেন যে কবে চাকরি পাবেন যোগ্যরা? ফের একবার নিজেদের দায়িত্ব সম্পর্কে কেন্দ্রীয় সংস্থাকে সজাগ হতে বলেন বিচারপতি অমৃত সিনহা। সব মিলিয়ে একথা স্পষ্ট হয়ে ওঠে যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কর্মকাণ্ডে রীতিমতো ক্ষুব্ধ বিচারপতি সিনহা।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর