যারা সংবিধান বানিয়েছিলেন, তাঁরা কখনো চাননি ভারত হিন্দু-মুসলিমের দেশ হোকঃ বিচারপতি চন্দ্রচূড়

বাংলা হান্ট ডেস্কঃ সুপ্রিম কোর্টের (Supreme court) বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় (Justice DY Chandrachud) অসহমতিকে গণতন্ত্রের সেফটি বাল্ব আখ্যা দিয়ে শনিবার বলেন, অসহমতিকে দেশ বিরোধী আর গণতন্ত্র বিরোধী বলা সাংবিধানিক দিক থেকে বিচারধারাকে আহত করে। চন্দ্রচূড় বলেন, অসহমতিতে রাশ টানার জন্য সরকারি প্রভাবের ব্যবহার ভয়ের সৃষ্টি করে, যেটা দেশের আইন ব্যবস্থার লঙ্ঘন করে।

পিডি দেশাই মেমোরিয়াল আলোচনায় বক্তব্য রাখতে গিয়ে বিচারপতি চন্দ্রচুড় বলেন, সংবিধানের মূল উদ্দেশ্য গুলোর প্রতি বিশ্বস্ত থাকা। উনি বলেন, জাতীয় ঐক্যের অর্থ হল, বিভিন্ন সাংস্কৃতিক বোধের মেলবন্ধন। বাক স্বাধীনতার রক্ষা রাষ্ট্রের কর্তব্য। আতঙ্ক বার অত্যাচার করে সেই স্বাধীনতাকে দমন করতে চাওয়া হলে, রাষ্ট্রের উচিৎ সঠিক পদক্ষেপ নেওয়া।

দেশ জুড়ে চলা হিন্দু-মুসলিম এবং জাত পাতের রাজনীতিকে কটাক্ষ করে বিয়ারপতি বলেন, আমাদের সংবিধান রচয়িতারা হিন্দু অথবা মুসলিম ভারতের ভাবনাকে কোনদিনও স্বীকৃতি দেননি। ওনারা সবাইকে সাথে নিয়ে চলার কথা বলেছেন, তাই হিন্দু আর মুসলিমদের ভারত বলা বোকামো ছাড়া আর কিছুই না।


Koushik Dutta

সম্পর্কিত খবর