এবার CBI অফিসারদের সম্পত্তির হিসেব চাওয়ার নির্দেশ! প্রধানমন্ত্রীকেও চিঠি পাঠানোর হুঁশিয়ারি বিচারপতির

বাংলা হান্ট ডেস্কঃ নিয়োগ দুর্নীতির (Recruitment Scam) জের! কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই (CBI) এর ওপর বেজায় ক্ষুব্ধ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Justice Abhijit Ganguly)। বৃহস্পতিবার একেবারেই ভিন্ন মেজাজে হাইকোর্টের (High Court) বিচারপতি। এবার রাজ্যে তদন্তকারী সিবিআই অফিসারের সম্পত্তির হলফনামা দেখতে চান তিনি। এদিন নিয়োগ দুর্নীতির তদন্তে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ভূমিকায় ক্ষুব্ধ হয়ে কিছুটা এমনই নির্দেশ দিলেন বিচারপতি।

নিয়োগ দুর্নীতি নিয়ে দিন কয়েক থেকেই সিবিআই এর ভূমিকা নিয়ে বারংবার প্রশ্ন তুলেছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। আর এদিন কোনও রাখঢাক না করে একেবারেই বুঝিয়ে দিলেন, সিবিআইয়ের ভূমিকায় কতটা অসন্তুষ্ট তিনি। ভরা এজলাসে তদন্তকারী সংস্থাকে কেন্দ্র করে বিচারপতির হুঁশিয়ারি, ‘‘সিবিআই কল্পনাও করতে পারবে না তাদের সামনে কতটা খারাপ দিন আসতে চলেছে।’’

এজেন্সির তদন্তের শ্লথ গতি নিয়ে বেজায় ক্ষুব্ধ বিচারপতি। বললেন, “দরকার হলে সিবিআইয়ের তদন্তকারী অফিসারদের সম্পত্তির হিসাব চাইব। তাঁরা যদি সতর্ক হয়ে কাজ না করেন তা হলে প্রধানমন্ত্রীকে চিঠি লিখব।” প্রসঙ্গত, দু’দিন আগেই নিয়োগ মামলায় এক সিবিআই অফিসারকে সরিয়ে দেওয়ার নির্দেশ দেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। তার মতে সিবিআই বিচারবিভাগের বিশ্বাস বজায় রাখতে পারছে না।

বৃহস্পতিবার ওই সিবিআই কর্তা সোমনাথ বিশ্বাসের সম্পত্তির হলফনামাও পেশ করতে বলেছেন বিচারপতি। এদিন বিচারপতি বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাসে ২০১৬ সালের শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার শুনানি ছিল। সেই তদন্তের গতি দেখেই গোটা তদন্তকারী সংস্থার ওপর বেজায় ক্ষুব্ধ বিচারপতি । সিবিআই এর উদ্দেশ্য প্রশ্ন ছুঁড়ে তিনি বলেন, “এত কালক্ষেপ হচ্ছে কেন?”

justice gunguly

বিচারপতির সংযোজন, ‘‘সারা পশ্চিমবঙ্গের লোক তাকিয়ে বসে আছে, কী হবে। আপনারা ইয়ার্কি মারছেন? সোমনাথ বিশ্বাসের বিরুদ্ধে বিভাগীয় পদক্ষেপ করা উচিত।’’ এদিন অবশ্য সোমনাথ বিশ্বাসের পাশাপাশি সিবিআইয়ের সমস্ত তদন্তকারী অফিসারেরই সম্পত্তির হলফনামা চান বিচারপতি। শুধু তাই নয়, দরকার পড়লে এমআই ফাইভকে দিয়ে তদন্ত করানোর হুঙ্কারও দিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।


Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর