সুর নরম করে মোদীকে ফোন ট্রুডোর, কানাডাকে ভ্যাকসিন দিতে রাজী হল বন্ধু ভারত

বাংলাহান্ট ডেস্কঃ ২৪ ঘণ্টার মধ্যেই সুর নরম করলেন জাস্টিন ট্রুডো (Justin Trudeau)। ফোন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে (narendra modi)। করোনা ভ্যাকসিন দেওয়ার জন্য করলেন বিশেষ অনুরোধ। ফোন মারফত সম্মতি জানালেন প্রধানমন্ত্রী মোদীও।

কানাডায় করোনা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। এই পরিস্থিতিতে ভ্যাকসিন খুবই প্রয়োজনীয় হয়ে পড়েছে। ভারত থেকে ১০ লক্ষ ভ্যাকসিন আমদানির ইচ্ছা প্রকাশ করে ভারতকে প্রস্তাব পাঠিয়েছিল কানাডা। কিন্তু বর্তমান পরিস্থিতির দিকে তাকিয়ে ভ্যাকসিন দিয়ে অস্বীকার করে ভারত।

corona vaccine 1610518125560

বর্তমান সময়ে ভারতের আভ্যন্তরীণ কৃষক আন্দোলন ইস্যুতে কৃষকদের পাশে দাঁড়িয়ে ভারত সরকারের সমালোচনায় মুখর হয়েছিল কানাডা। ভারত নিষেধ করা সত্ত্বেও কোন বারণ শোনেননি প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। কানাডার মনোভাবের কথা বিবেচনা করে ২৫ টি দেশকে ভ্যাকসিন দিতে রাজী হলেও, সেই তালিকায় ছিল না কানাডার নাম।

কানাডার নাম বাতিল করার মাত্র একদিনের মধ্যেই, বেগতিক দেখে গতকাল গভীর রাতে ভারতের প্রধানমন্ত্রী মোদীকে ফোন করেন কানাডিয়ান প্রধানমন্ত্রী ট্রুডো। ফোনে করোনা ভ্যাকসিন দেওয়ার জন্য বিশেষ অনুরোধ করেন প্রধানমন্ত্রী মোদীকে।

ট্রুডোর সঙ্গে কথা হওয়ার পর একটি ট্যুইট করেন প্রধানমন্ত্রী মোদী। সেখানে লেখেন, ‘বন্ধু দেশে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর ফোন এসেছিল আমার কাছে। ওনাকে আমি আশ্বস্ত করেছি, ভারত করোনা ভ্যাকসিন দিয়ে সহায়তা করবে কানাডাকে’।

1613014396 11trudeau

ভারত সরকারের বিরুদ্ধাচারণ করায় কানাডাকে একটা শিক্ষা দিতে চেয়েছিল ভারত। বারবার সতর্ক করার পরও যখন সোজা পথে হাঁটতে চাইলেন না ট্রুডো, তখন কানাডার জন্য একটু ব্যাকা পথই ধরতে হয়েছিল ভারতকে। সেইমতই কানাডার অনুরোধ সত্ত্বেও যখন ২৫ দেশের তালিকা থেকে কানাডার নাম বাদ দেওয়া হল, তার ঠিক ২৪ ঘণ্টার মধ্যেই সুর নরম করে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ট্রুডো। আর একজন বন্ধুর মতই তাঁর দিকে ভ্যাকসিন সাহায্যের হাত বাড়িয়ে দিল ভারত।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর