ভারতের সাথে বিরোধের জের! এবার ঘুম উড়ল জাস্টিন ট্রুডোর, চরম সঙ্কটে কানাডার সরকার

বাংলা হান্ট ডেস্ক: কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর (Justin Trudeau) জন্য ভারতের সাথে দূরত্ব তৈরি হওয়ার বিষয়টি এবার ট্রুডোর জন্যই সমস্যা হয়ে দাঁড়াচ্ছে। শুধু তাই নয়, তাঁর সরকারের সংখ্যালঘুতে পরিণত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, সরকারের সাথে যুক্ত কয়েকটি দল তাঁকে আল্টিমেটাম দিয়েছিল। যেটির মেয়াদ ইতিমধ্যেই শেষ হয়েছে।

চরম সঙ্কটে ট্রুডো (Justin Trudeau):

কুইবেকের একটি জাতীয়তাবাদী দল গত মঙ্গলবার ঘোষণা করেছে যে, তারা কানাডায় প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর (Justin Trudeau) সংখ্যালঘু সরকারকে পতন করতে বিরোধী দলগুলির সাথে কাজ করবে। জানিয়ে রাখি যে, কানাডার সংসদে ৩৩৮ টি আসনের মধ্যে ট্রুডোর লিবারেল পার্টির মাত্র ১৫৩ জন এমপি রয়েছে। সংসদে আইন পাস করার জন্য তাঁরা অন্য দলের ওপর নির্ভরশীল।

Justin Trudeau faces problems due to dispute with India.

ব্লক কুইবেকোয়িস নেতা ইয়েভেস-ফ্রাঙ্কোইস ব্ল্যাঞ্চেট ঘোষণা করেছেন যে, জাস্টিন ট্রুডোর (Justin Trudeau) আল্টিমেটামের দিন গোনা শুরু হয়েছিল। ট্রুডোর সরকারের লিবারেল পার্টি সিনিয়রদের জন্য বৃদ্ধ বয়সের নিরাপত্তা বাড়ানোর দাবি প্রত্যাখ্যান করেছে। উল্লেখ যে, ট্রুডোকে তাঁর সরকার বাঁচাতে নিউ ডেমোক্রেটিক পার্টি (এনডিপি) এবং কনজারভেটিভ পার্টি উভয়ের সমর্থন প্রয়োজন হবে। ইতিমধ্যে কনজারভেটিভ পার্টি আগাম নির্বাচনের জন্য জোর দিয়েছে।

আরও পড়ুন: ধনতেরাসে কপাল খুলল আম্বানির! পেলেন ৫৭,৬৭,৭৯,৮১,৯৫৭ টাকা, লক্ষ্মীলাভ আদানিরও

আপাতত, ব্লক এবং এনডিপি উভয়ই কনজারভেটিভ নেতা পিয়েরে পোইলিভরের আগাম নির্বাচনের আহ্বান প্রত্যাখ্যান করেছে। তবে, এখন প্রস্তাব আনার সিদ্ধান্ত নিয়েছে ব্লক। এমতাবস্থায়, ট্রুডোর (Justin Trudeau) সরকারের টিকে থাকা নির্ভর করছে খালিস্তানপন্থী দলের উল্লেখযোগ্য সমর্থনের ওপর। এনডিপি ট্রুডোর সরকারকে সমর্থন করেছে। কিন্তু তাদের নেতা জগমিত সিং সম্প্রতি বলেছেন যে, তিনি সময় অনুযায়ী সমর্থন পিছিয়ে দেবেন।

আরও পড়ুন: হয়ে গেল কনফার্ম! ফের RCB-র অধিনায়ক হবেন বিরাট কোহলি, ২০২৫-এর IPL-এ উঠবে ঝড়

গভর্নমেন্ট হাউস নেত্রী কারিনা গোল্ড হয় মঙ্গলবার বলেছেন যে সর্বদা এগিয়ে যাওয়ার জন্য একটা রাস্তা থাকে। এদিকে, পাবলিক সার্ভিসেস মিনিস্টার জিন-ইভেস ডুকলোস ব্লকের সময়সীমাকে কৃত্রিম বলে প্রত্যাখ্যান করেছেন এবং বলেছেন যে লিবারেলরা সংখ্যালঘু পার্লামেন্ট ধরে রাখতে অন্যান্য দলের সাথে কাজ চালিয়ে যাবে।


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর