বাংলা হান্ট ডেস্ক: কানাডা (Canada) হল এমন একটি দেশ যেখানে বিপুল সংখ্যক ভারতীয় শিখ বসবাস করেন। এমন পরিস্থিতিতে সেখানকার সরকার কোনও বড় সিদ্ধান্ত নিলে তা সরাসরি প্রভাবিত করে ভারতকে। এদিকে, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো গত সোমবার একটি বড় ঘোষণা করেছেন। যেটির পরিপ্রেক্ষিতে ইতিমধ্যেই শুরু হয়েছে তুমুল সমালোচনা। মূলত, জাস্টিন ট্রুডো এবার কানাডায় অস্থায়ী চাকরি করা বিদেশিদের সংখ্যা কমানোর ঘোষণা করেছেন।
বড় ঘোষণা কানাডার (Canada) প্রধানমন্ত্রীর:
“কানাডিয়ানদের আরও বেশি করে চাকরি দেওয়া উচিত”: সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম “X”-এ প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো লিখেছেন, “আমরা কানাডায় (Canada) আসা স্বল্প বেতনের অস্থায়ী বিদেশী কর্মীদের সংখ্যা কমিয়ে দিচ্ছি। দেশের লেবার মার্কেটে অনেক পরিবর্তন এসেছে। কোম্পানিগুলির জন্য এখন সময় এসেছে আমাদের কানাডিয়ান কর্মী ও যুবক-যুবতীদের আরও বেশি বেশি চাকরি দেওয়ার।”
We’re reducing the number of low-wage, temporary foreign workers in Canada.
The labour market has changed. Now is the time for our businesses to invest in Canadian workers and youth.
— Justin Trudeau (@JustinTrudeau) August 26, 2024
লক্ষ লক্ষ বিদেশি প্রভাবিত হবেন: এদিকে, জাস্টিন ট্রুডোর এই সিদ্ধান্ত কম বেতনে কাজ করা এবং কানাডায় অস্থায়ী চাকরি করা লক্ষ লক্ষ বিদেশিদের ওপর প্রত্যক্ষ প্রভাব ফেলতে চলেছে। জানিয়ে রাখি যে, কানাডায় (Canada) বসবাসকারী বিদেশিদের মধ্যে সবচেয়ে বেশি রয়েছেন ভারতীয় শিখ এবং পড়ুয়ারা। যাঁরা সেখানে থাকেন এবং ছোট ব্যবসা ও কোম্পানিতে কাজ করেন।
আরও পড়ুন: আদানিকে গভীর সঙ্কটে ফেলল বাংলাদেশ! ডুববে ১ বিলিয়ন ডলার? কারণ জানলে হয়ে যাবেন “থ”
কানাডায় স্থানীয় মানুষের মধ্যে বেকারত্ব বেড়েছে: উল্লেখ্য যে, করোনার মতো ভয়াবহ মহামারীর পরবর্তী সময়ে শ্রমিকদের ঘাটতির কারণে সরকার বিধিনিষেধ শিথিল করার পর কানাডায় (Canada) বিদেশি শ্রমিকের সংখ্যা বিপুলভাবে বৃদ্ধি পেয়েছে। কিছু কানাডিয়ান বিশেষজ্ঞ মনে করেন যে, এই পদক্ষেপ স্থানীয় মানুষ এবং যুবক-যুবতীদের মধ্যে বেকারত্ব বাড়িয়েছে।
আরও পড়ুন: আদানি-আম্বানিকেও দেন টক্কর! ইনিই হলেন বিশ্বের সবথেকে ধনী মহিলা, চমকে দেবে মোট সম্পদের পরিমাণ
বাধ্য হয়েছেন ট্রুডো: এই ঘটনার পরিপ্রেক্ষিতেই ট্রুডোকে এখন কানাডায় (Canada) অস্থায়ী চাকরি করা বিদেশিদের সংখ্যা কমানোর ঘোষণা করতে হয়েছে। পাশাপাশি, কানাডায় স্থানীয় মানুষদের বেশি করে চাকরি দেওয়ার কথা বলা হয়েছে। যাতে কানাডার জনগণ সর্বোচ্চ কর্মসংস্থানের সুবিধা পেতে পারে।