CBI-র কাজে চূড়ান্ত বিরক্ত বিচারপতি গঙ্গোপাধ্যায়, সরিয়ে দিলেন SIT আধিকারিককে

বাংলা হান্ট ডেস্ক : আবারও নিয়োগ দুর্নীতির তদন্তে সিবিআইয়ের (CBI) কাজে বেশ ক্ষুব্ধ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। মঙ্গলবার সিবিআইয়ের সিটের তদন্তকারী আধিকারিক (IO)-কে অপসারিত করলেন তিনি। জানা যাচ্ছে ডিআইজিকে দ্রুত পদক্ষেপের নির্দেশ দিয়েছেন বিচারপতি। বুধবার এই মামলার শুনানি হবে। সেই শুনানিতে সিটের নতুন তদন্তকারী অফিসার হিসেবে তিনজনের নাম প্রস্তাব করার নির্দেশ দিয়েছেন বিচারপতি।

প্রসঙ্গত, ২০১৪ সালের টেটে ৫ শতাংশ অতিরিক্ত প্যানেলের তদন্তে কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) নির্দেশে সিট গঠন করে তদন্তকারী সংস্থা সিবিআই। কিন্তু তদন্তের গতি ধীর হওয়ায় সিট ভেঙে দেন বিচারপতি। নতুন করে গঠিত হয় সিট। এর ৭ মাসের মধ্যে আবারও সিটের তদন্তকারী আধিকারিক সোমনাথ বিশ্বাসকে সরিয়ে দিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।

Abhijit Gangopadhyay

আদালতের নির্দেশ দেয়, তদন্তের কোনও কাজে ওই আইও যুক্ত থাকতে পারবেন না। তদন্তের কোনও ফাইলও স্পর্শ করতে পারবেন না তদন্তকারী। দুপুর দুটোর মধ্যে নতুন তদন্তকারী আধিকারিকের নাম জানাবে সিবিআই, এমনই নির্দেশ দেয় আদালত। জানা গিয়েছে, তদন্ত প্রক্রিয়ার গতি নিয়ে হতাশ বিচারপতি। তাই সিটের আইওকে সরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। এদিন দুপুরেই নতুন তদন্তকারীর নাম জানানোর নির্দেশ দিয়েছিল আদালত। কিন্তু সিবিআইয়ের আইনজীবী জানান, গাড়ি দুর্ঘটনার কারণে আসতে পারেননি সিবিআই আধিকারিকরা। এরপরই আগামিকাল নাম জানানোর নির্দেশ দেন বিচারপতি।

এদিন সকালে একটি রিপোর্ট সিল বন্ধ খামে জমা দেয় সিবিআই। সেটির সঙ্গে সিবিআইয়ের আইনজীবীর রিপোর্টে কোনও মিল নেই। বিরক্ত বিচারপতি বলেন, ‘দেশের একটা প্রধান তদন্তকারী সংস্থার এমন ভুল কাম্য নয়। সিবিআইয়ের ফাইল করা রিপোর্টে যা আছে তার চাইতে আইনজীবীর ফাইলে আরও বেশি তথ্য আসছে। এটা কীভাবে হয়? এটা কি আপনাদের রেপুটেশনের সঙ্গে মিল খায়?’ বিচারপতির আরও বলেন, ‘আপনার ভূমিকা নিয়ে সন্দেহ হচ্ছে। সব পেপার তিনবার চেক করে পাঠানো উচিত। এত দেরি হচ্ছে কেন। সমাজ থেকে জঞ্জাল সরিয়ে উপযুক্তদের জায়গা করে দিন।’


Sudipto

সম্পর্কিত খবর