ভারতে প্রথম মোবাইলে কে কথা বলেছিলেন জানেন? কলকাতার এই বাঙালির নাম জানেন না অনেকেই

বাংলাহান্ট ডেস্ক : বর্তমানে প্রত্যেকের হাতে হাতে রয়েছে মোবাইল ফোন (Mobile)। ছোট্ট এই যন্ত্রটির মাধ্যমে আজকাল শুধু কথা বলা নয়, করা সম্ভব হচ্ছে একাধিক কাজ। সোজা কথায় বলতে গেলে আমাদের জীবনের সাথে ওতপ্রোত ভাবে জড়িয়ে গেছে মোবাইল ফোন নামক যন্ত্রটি। তবে জানেন ভারতে ঠিক কবে থেকে সূচনা হয় মোবাইল ফোনের?

ভারতে প্রথম মোবাইল ফোনে (Mobile) কথা কে বলেছিলেন? 

আজকের প্রতিবেদনে আমরা জেনে নেব সেই ইতিহাস। ১৯৯৫ সালের ৩১ শে জুলাই তারিখটি ছিল ভারতের মোবাইল টেলিকমিউনিকেশন (Telecommunication) ইতিহাসের এক উজ্জ্বল দিন। সেদিনই ভারতে আনুষ্ঠানিকভাবে শুরু হয় মোবাইল পরিষেবা। পশ্চিমবঙ্গের তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু প্রথমবারের জন্য একটি নোকিয়া কোম্পানির ডিভাইস ব্যবহার করে ভারতের প্রথম মোবাইল কলটি করেন।

Mobile Phone

১৯৯৫ সালের ৩১ শে জুলাই জ্যোতি বসু দেশের প্রথম মোবাইল কলটি করেছিলেন তৎকালীন কেন্দ্রীয় যোগাযোগ মন্ত্রী সুখরামকে। এই ভাবেই কলকাতার (Kolkata) সাথে মোবাইল ফোনে প্রথম যোগাযোগ ঘটেছিল দিল্লির। তারই সাথে দেশের প্রথম মোবাইল ফোন ব্যবহারকারী হিসেবে অমর হয়ে গিয়েছিল জ্যোতি বসুর (Jyoti Basu) নাম।

আরোও পড়ুন : বাপ কা বেটা! এবার মাঠ কাঁপালেন বীরেন্দ্র শেহবাগের পুত্র, ঝোড়ো ইনিংস খেলে করলেন ডাবল সেঞ্চুরি

ভারতের বি কে মোদী এবং অস্ট্রেলিয়ার টেলস্ট্রার যৌথ উদ্যোগ মোদি টেলস্ট্রা নেটওয়ার্ক ব্যবহার করে দেশের প্রথম মোবাইল কলটি করা হয়েছিল কলকাতা থেকে দিল্লিতে। যদিও সেই সময়ে মোবাইল ফোন ব্যবহার করতেন খুব কম সংখ্যক মানুষ। ৯০ দশকে মোবাইল ফোনের চার্জ ছিল আকাশছোঁয়া। সেই সময় ইনকামিং ও আউটগোয়িং সব ধরনের কলিংয়ের জন্যই প্রদান করতে হত অর্থ।

Jyoti Basu 1200x900 1

যদিও পরবর্তীকালে চার্জ উঠে যায় ইনকামিং কলের ক্ষেত্রে। অনেকটাই সস্তা হয় আউটগোয়িং কলও। ফলে ধীরে ধীরে ভারতের (India) বাজারে নিজের দাপট বাড়াতে শুরু করে মোবাইল ফোন। আজ যে স্মার্টফোন আমরা ব্যবহার করি, তার সূচনা হয়েছিল সেই ১৯৯৫ সালে এক বাঙালির হাত ধরেই। যদিও সেই ইতিহাস এখন অনেকের কাছেই বিস্মৃত।

ad

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর