বাংলা হান্ট ডেস্ক: পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে গ্রেফতার ইউটিউবার জ্যোতি মালহোত্রার (Jyoti Malhotra) বাবা সরকারের কাছে একটি বড় দাবি করেছেন। তিনি জানিয়েছেন, সরকারের উচিত তাঁদের আইনজীবীদের ব্যবস্থা করার। তিনি বলেন, পুলিশ জ্যোতির ডায়েরিটি নিয়ে গেছে। পাশাপাশি, তিনি আরও জানান, জ্যোতি সেই ডায়েরিতে কী লিখতেন তা তিনি জানেন না।
কী জানিয়েছেন জ্যোতির (Jyoti Malhotra) বাবা:
জ্যোতিকে আগামীকাল আদালতে হাজির করা হবে: এই প্রসঙ্গে জ্যোতির (Jyoti Malhotra) বাবা হরিশ মালহোত্রা বলেন, “সন্দেহের ভিত্তিতে জ্যোতিকে পুলিশ গ্রেফতার করেছে। আগামীকাল তাকে আদালতে হাজির করা হবে। আইনজীবী নিয়োগের জন্য আমার কাছে পর্যাপ্ত টাকা নেই। আমি সরকারের কাছে আমাদের একজন আইনজীবী দেওয়ার জন্য অনুরোধ করছি।”
“তার ফোন সহ ইত্যাদি পুলিশের কাছে আছে”: এই প্রসঙ্গে সংবাদ সংস্থা ANI-এর সাথে কথা বলতে গিয়ে জ্যোতির (Jyoti Malhotra) বাবা বলেন, “আমি জানি না সন্দেহের কারণ কী। আমাকে এটা বলা হয়নি। আমি একজন সরকারি আইনজীবী নিয়োগ করতে চাই। আমি দরিদ্র। সরকার যদি আমাকে একজন আইনজীবী দেয়, তাহলে আমি খুবই কৃতজ্ঞ থাকব। জ্যোতির ফোন সহ সমস্ত জিনিস পুলিশের কাছে আছে।”
“পুলিশ একটি ডায়েরি নিয়ে গেছে”: এদিকে, জ্যোতি (Jyoti Malhotra) ডায়েরিতে কী কী লিখতেন, সেই সম্পর্কে হরিশ মালহোত্রা বলেন, “ওষুধগুলো একটা স্লিপে লিখে রেখেছিল। ওগুলো আমার দাদা পাপ্পুর ওষুধ ছিল। পুলিশ একটা ডায়েরি নিয়ে গেছে। আমি জানি না ওটাতে কী লিখছিল।”
আরও পড়ুন: নিজের দেশের শিশুদের ওপরেই ড্রোন হামলা চালাল পাকিস্তানের সেনাবাহিনী! মৃত ৪, প্রশ্নের মুখে মুনির
“আমার একটা ছোট ফোন আছে”: হরিশ মালহোত্রা জ্যোতির (Jyoti Malhotra) বিষয়ে জানান, “মাঝে মাঝে সে কোথাও যাওয়ার একদিন পরই ফিরে আসত। নইলে সে তিন-চার দিন পরপর আসত। সে জানাত “আমি দিল্লি যাচ্ছি।” জ্যোতির বাবা বলেন, “আমার একটা ছোট ফোন আছে, আমি (ভিডিও) দেখি না।”
আরও পড়ুন: ২০২৫-এর IPL-এ সফর শেষ বৈভব সূর্যবংশীর! রানপিছু পেলেন হাজার হাজার টাকা, চমকে দেবে হিসেব
“আমি অসুস্থ, হাঁটতে পারছি না”: এছাড়াও, জ্যোতির (Jyoti Malhotra) বিরুদ্ধে অভিযোগের বিষয়ে তার বাবা বলেন, “এখন আমি এই বিষয়ে কী বলব?” এদিকে, আগামীকাল তিনি আদালতে যাবেন কিনা এই প্রশ্নের উত্তরে তিনি বলেন, “আমি অসুস্থ। আমি এটা করতে পারব না। কেউ আমার আত্মীয় নয়, কেউ আমার প্রতিবেশীও নয়। গত তিন-চার দিন ধরে আমার শরীর খারাপ।”
দেখুন গুরুত্বপূর্ণ ভিডিও: