বাংলাহান্ট ডেস্ক : পাকিস্তানের চর সন্দেহে গ্রেফতার হয়েছেন ইউটিউবার জ্যোতি মালহোত্রা (Jyoti Malhotra)। তাঁর ইউটিউব চ্যানেলে উঁকি দিলেই দেখা যাবে পাকিস্তানকে নিয়ে একগুচ্ছ ভিডিও। তদন্তে জানা গিয়েছে পাক গুপ্তচর সংস্থা আইএসআই এর সঙ্গেও নাকি যোগাযোগ ছিল জ্যোতির (Jyoti Malhotra)। ভারতীয় সেনাবাহিনীর গোপন তথ্য পাচার করার কাজেই জ্যোতিকে ব্যবহার করা হত বলে জানতে পেরেছেন ভারতীয় গোয়েন্দারা।
রাহুল গান্ধীর সঙ্গে ছবি ভাইরাল জ্যোতি মালহোত্রার (Jyoti Malhotra)
এদিকে অপারেশন সিঁদুর এর পর থেকেই সোশ্যাল মিডিয়ায় ভুয়ো খবর প্রচারের ধুম বেড়ে গিয়েছে। বারংবার ভুয়ো খবর ছড়ানো থেকে বিরত থাকার কথা বললেও মিথ্যে খবরের ছড়াছড়ি দেখতে পাওয়া যাচ্ছে। জ্যোতি মালহোত্রাকে (Jyoti Malhotra) নিয়েও এমন অনেক খবর ছড়িয়ে পড়েছে যেগুলি সম্পূর্ণ ভুয়ো।
কী জানা যাচ্ছে ছবির ব্যাপারে: সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট খুব ভাইরাল হচ্ছে যেখানে পাকিস্তানের চর সন্দেহে আটক জ্যোতিকে (Jyoti Malhotra) দেখা গিয়েছে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর সঙ্গে। ছবিটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই তীব্র সমালোচনা, ধিক্কারের মুখে পড়েছেন বিরোধী দলনেতা। এমনকি শোনা গিয়েছে ‘দেশদ্রোহী’ তকমাও। কিন্তু যে ছবিটি ভাইরাল হয়েছে সেটি কি আদৌ আসল?
আরো পড়ুন : দু বছর আগের মামলা, BJP কর্মী খুনে অবশেষে NIA-র জালে মূল অভিযুক্ত ‘এই’ তৃণমূল নেতা
ভাইরাল হচ্ছে ভুয়ো ছবি: ‘ফ্যাক্ট চেক’ করতেই সামনে চলে এসেছে আসল ব্যাপার। জানা গিয়েছে, রাহুল গান্ধীর পাশে আসল ছবিতে যে মহিলা ছিলেন তিনি প্রাক্তন কংগ্রেস নেত্রী অদিতি সিং। ২০১৭ সালে তোলা হয়েছিল ছবিটি। অদ্ভূত ভাবে পুরনো ছবির মতো নতুন ছবিতে সবকিছুই এক রাখা হয়েছে। অদিতির শাড়ির রঙ থেকে ব্যাকগ্রাউন্ড কোনো কিছুই বদলানো হয়নি। শুধুমাত্র এডিট করা ছবিতে সুপার ইম্পোজ করে অদিতির জায়গায় বসিয়ে দেওয়া হয়েছে জ্যোতির মুখ। ইচ্ছাকৃতভাবেই যে কাণ্ডটি ঘটানো হয়েছে তা বলার অপেক্ষা রাখে না।
আরো পড়ুন : খোঁজ পাননি ‘অপারেশন সিঁদুর’এর! পাকিস্তানে কীভাবে কাটত দিনগুলি? অজানা অভিজ্ঞতার কথা শোনালেন পূর্ণম
প্রসঙ্গত, যেমনটা জানা যাচ্ছে, ২০২৩ সালে প্রথম ভারতের পাকিস্তান হাই কমিশনের কর্মী এহসান উর রহিম ওরফে দানিশের সঙ্গে যোগাযোগ হয় জ্যোতি মালহোত্রার (Jyoti Malhotra)। নিজেকে ‘জো’ বলে পরিচয় দিয়েছিলেন তিনি। কিছুদিন আগেই নয়াদিল্লিতে পাক হাই কমিশনের এক কর্মীকে ‘পার্সোনা নন গ্রাটা’ বলে বিতাড়িত করেছে কেন্দ্র। সেই ব্যক্তিই হলেন এই দানিশ। জানা গিয়েছে, দানিশের ব্যাপারে তদন্ত করতে গিয়েই প্রথমে জ্যোতির (Jyoti Malhotra) নাম উঠে আসে তদন্তকারীদের কাছে।