বাংলাহান্ট ডেস্ক : রেহাই পাওয়া তো দূর, উলটে পুলিশি হেফাজতের মেয়াদ আরো বাড়িয়ে দেওয়া হল ইউটিউবার জ্যোতি মালহোত্রার (Jyoti Malhotra)। পাকিস্তানের চর সন্দেহে গ্রেফতার করা হয়েছে এই ইউটিউবারকে। তারপর থেকেই লাগাতার জেরা চলছে তাঁকে। বুধবার পুলিশের তরফে জানানো হয়েছিল, সেনাবাহিনীর বিষয়ে জ্যোতির (Jyoti Malhotra) কাছে কোনো প্রত্যক্ষ প্রমাণ পাওয়া যায়নি। তবে পাক গুপ্তচর সংস্থা আইএসআই এর সঙ্গে তাঁর যে সরাসরি যোগাযোগ রয়েছে সে বিষয়ে সন্দেহ রয়েছে তদন্তকারীদের। তাই আরো জিজ্ঞাসাবাদের জন্য পুলিশি হেফাজতের মেয়াদ বাড়ানোর আবেদন জানানো হয়েছিল।
পাক চর সন্দেহে গ্রেফতার জ্যোতির (Jyoti Malhotra) পুলিশি হেফাজতের মেয়াদ বৃদ্ধি
বৃহস্পতিবার হিসার পুলিশ জ্যোতিকে (Jyoti Malhotra) রিমান্ডে নেওয়ার আবেদন জানায়। সেই হিসেবেই আরো চারদিনের পুলিশি হেফাজতের মেয়াদ বাড়িয়ে দিয়েছে হরিয়ানার নিম্ন আদালত। তাঁর সঙ্গে আইএসআই এর যোগাযোগ থাকতে পারে বলেই অনুমান করছেন তদন্তকারীরা। এ বিষয়ে একাধিক প্রমাণ পাওয়া গিয়েছে বলেও খবর। সূত্রের খবর, জ্যোতিকে (Jyoti Malhotra) চর হিসেবে কাজে লাগিয়ে ভারতের আন্ডারকভার এজেন্টদের হদিস পাওয়ার পরিকল্পনা করেছিল পাক গুপ্তচর সংস্থা। এ বিষয়ে আরো তথ্য পেতেই জ্যোতিকে নিজেদের হেফাজতে রাখল পুলিশ।
পাকিস্তানি কর্মীর সঙ্গে সরাসরি যোগ: যেমনটা জানা যাচ্ছে, ২০২৩ সালে প্রথম ভারতের পাকিস্তান হাই কমিশনের কর্মী এহসান উর রহিম ওরফে দানিশের সঙ্গে যোগাযোগ হয় জ্যোতি মালহোত্রার (Jyoti Malhotra)। নিজেকে ‘জো’ বলে পরিচয় দিয়েছিলেন তিনি। কিছুদিন আগেই নয়াদিল্লিতে পাক হাই কমিশনের এক কর্মীকে ‘পার্সোনা নন গ্রাটা’ বলে বিতাড়িত করেছে কেন্দ্র। সেই ব্যক্তিই হলেন এই দানিশ।
আরো পড়ুন : ‘মা আমি চুরি করিনি’, চোর অপবাদে মার সিভিক ভলান্টিয়ারের, চিঠি লিখে আত্মঘাতী স্কুলছাত্র
গিছিলেন পাক হাই কমিশনের পার্টিতে: জানা গিয়েছে, দানিশের ব্যাপারে তদন্ত করতে গিয়েই প্রথমে জ্যোতির (Jyoti Malhotra) নাম উঠে আসে তদন্তকারীদের কাছে। জানা যায়, দানিশের বিশেষ আমন্ত্রণ পেয়েই নাকি পাক হাই কমিশনের ইফতার পার্টিতে গিয়েছিলেন জ্যোতি। সেই ভিডিও এখনও রয়েছে তাঁর ইউটিউব চ্যানেলে। ভিডিওটি দেখেই সন্দেহ হয় গোয়েন্দাদের।
আরো পড়ুন : ‘বাংলাদেশের মিডিওকার গায়ক’, সারেগামাপা ‘আদিখ্যেতা’ করেছে! ধর্ষণে অভিযুক্ত নোবেলকে কটাক্ষ তসলিমার
উল্লেখ্য, পাকিস্তানের চর সন্দেহে গ্রেফতার করা হয়েছে জ্যোতিকে। তিনি সহ মোট ছয় জনকে এখনো পর্যন্ত গ্রেফতার করা হয়েছে এই ঘটনায়। তাঁদের জেরা করে পাকিস্তানের সঙ্গে যোগাযোগের একাধিক প্রমাণ তদন্তকারীদের হাতে এসেছে বলে খবর।