জ্যোতিকে ঘিরে AK47-ধারী ওই ৬ জন কারা? পাকিস্তানে নতুন ভিডিও সামনে আসতেই ছড়াল চাঞ্চল্য!

Published On:

বাংলাহান্ট ডেস্ক : জ্যোতি মালহোত্রাকে (Jyoti Malhotra) ঘিরে একের পর এক রহস্যের পরত উন্মোচন হচ্ছে যেন। পাকিস্তানের চর হওয়ার সন্দেহে গ্রেফতার করা হয়েছে হরিয়ানার এই ইউটিউবারকে। তাঁর ইউটিউব চ্যানেলে উঁকি দিলেই দেখা যাবে পাকিস্তান সংক্রান্ত একগুচ্ছ ভিডিও। একাধিক বার পাক মুলুকে গিয়েছিলেন তিনি। সেখানে তাঁর রীতিমতো খাতির হত বলেও প্রমাণ পাওয়া গিয়েছে একাধিক ভিডিওতে। এবার সামনে এল আরেক ভিডিও যেখানে দেখা যাচ্ছে বন্দুকধারী নিরাপত্তারক্ষীদের ঘেরাটোপে ঘুরে বেড়াচ্ছেন জ্যোতি (Jyoti Malhotra)।

পাকিস্তানে নিরাপত্তারক্ষীদের ঘেরাটোপে ঘুরতেন জ্যোতি (Jyoti Malhotra)

একজন স্কটিশ কনটেন্ট ক্রিয়েটরের ভিডিও সামনে এসেছে যেখানে দেখা যাচ্ছে, ছয়জন সশস্ত্র নিরাপত্তারক্ষী ঘিরে রয়েছে জ্যোতিকে (Jyoti Malhotra)। প্রত্যেকের হাতে রয়েছে একে ৪৭। ভিডিওতে দেখা যায়, পাকিস্তানে গিয়ে জ্যোতির সঙ্গে দেখা হয়েছিল ওই স্কটিশ কনটেন্ট ক্রিয়েটরের। জ্যোতি (Jyoti Malhotra) নিজের পরিচয় দেন তাঁকে। দুজনের মধ্যে ভারত নিয়েও বেশ কিছু কথাবার্তা হয়।

Jyoti Malhotra seen roaming around with armed security guard in Pakistan

কারা ওই নিরাপত্তারক্ষীরা: সে সময়েই দেখা যায়, জ্যোতিকে (Jyoti Malhotra) ঘিরে রয়েছেন ছয়জন একে ৪৭ ধারী নিরাপত্তারক্ষী। বিষয়টা নজর কাড়ে ওই স্কটিশ কনটেন্ট ক্রিয়েটরেরও। তাঁকে বলতে শোনা যায়, ‘এত বন্দুকধারী কেন? একজন ইউটিউবারের এত নিরাপত্তা কেন?’ ভিডিওটি ভাইরাল হতে এখন একই প্রশ্ন তুলছেন নেটিজেনরাও। একজন ইউটিউবারের এত নিরাপত্তার প্রয়োজন কেন যে একে ৪৭ নিয়ে তাঁকে নিরাপত্তা দিতে হচ্ছে?

আরো পড়ুন : মঙ্গলবার থেকেই সাইক্লোনের তাণ্ডব? ৯০ কিমি বেগে ঝড়, বাংলার কোথায় কোথায় প্রভাব পড়বে?

উঠছে একাধিক প্রশ্ন: জ্যোতিকে (Jyoti Malhotra) ঘিরে একাধিক প্রশ্ন উঠে যাচ্ছে, তিনি কি শুধুই একজন ইউটিউবার ছিলেন, নাকি তাঁর আরও কোনো উদ্দেশ্য ছিল? তাঁকে ঘিরে যে বন্দুকধারীদের দেখা গিয়েছে তারা কি পাকিস্তান সরকারের কর্মী নাকি অন্য কোনো সংগঠনের? দিন দিন রহস্য বেড়েই চলেছে জ্যোতি মালহোত্রাকে (Jyoti Malhotra) নিয়ে।

আরো পড়ুন : রক্ষকই যখন ভক্ষক… ইউটিউবারের পর ‘পাক চর’ সন্দেহে গ্রেফতার CRPF জওয়ান!

প্রসঙ্গত, ২০২৩ সালে প্রথম ভারতের পাকিস্তান হাই কমিশনের কর্মী এহসান উর রহিম ওরফে দানিশের সঙ্গে যোগাযোগ হয় জ্যোতি মালহোত্রার (Jyoti Malhotra)। নিজেকে ‘জো’ বলে পরিচয় দিয়েছিলেন তিনি। কিছুদিন আগেই নয়াদিল্লিতে পাক হাই কমিশনের এক কর্মীকে ‘পার্সোনা নন গ্রাটা’ বলে বিতাড়িত করেছে কেন্দ্র। সেই ব্যক্তিই হলেন এই দানিশ। জানা গিয়েছে, দানিশের ব্যাপারে তদন্ত করতে গিয়েই প্রথমে জ্যোতির (Jyoti Malhotra) নাম উঠে আসে তদন্তকারীদের কাছে। হরিয়ানা থেকে হিসার পুলিশ গ্রেফতার করে তাঁকে।

Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

X