রেশন দুর্নীতি মামলায় নয়া মোড়! বালুর নয়া ‘কীর্তি’ ফাঁস করল ED, তুমুল শোরগোল রাজ্যে!

বাংলা হান্ট ডেস্কঃ রেশন দুর্নীতি কাণ্ডে কোমর বেঁধে তদন্তে নেমেছে ইডি। ইতিমধ্যেই রাজ্যের একাধিক হেভিওয়েটের নাম জড়িয়েছে এই মামলায়। গ্রেফতার হয়েছেন পশ্চিমবঙ্গের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক (Jyotipriya Mallick)। এবার তাঁর নয়া ‘কীর্তি’ ফাঁস করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা!

জ্যোতিপ্রিয়র (Jyotipriya Mallick) ১৩টি সংস্থার হদিশ পেল ইডি

সম্প্রতি জ্যোতিপ্রিয় ওরফে বালুর হিসাবরক্ষক শান্তনু ভট্টাচার্যের বাড়িতে তল্লাশি চালিয়েছেন গোয়েন্দারা। সেখানে তল্লাশি চালানোর সময় বেশ কিছু সংস্থার নথি পেয়েছেন তাঁরা। জানা যাচ্ছে, ইএইচ গ্রুপ অফ কোম্পানির অধীনে থাকা ১৩টি সংস্থার হদিশ মিলেছে। সেখানে পার্টনার হিসেবে রয়েছে প্রাক্তন খাদ্যমন্ত্রী এবং তাঁর পরিবারের সদস্যদের নাম।

   

জানা যাচ্ছে, বালুর হিসাবরক্ষকের বাড়িতে তল্লাশি চালিয়ে যে সকল সংস্থার নথি হাতে এসেছে, সেগুলির ব্যালান্স শিট দেখতে গিয়ে কার্যত অবাক হয়ে গিয়েছেন তদন্তকারীরা। সেই কোম্পানিগুলির নামে কোটি কোটি টাকা এসেছে বলে খবর। ইতিমধ্যেই ইডি (Enforcement Directorate) সেই ব্যালান্স শিট বাজেয়াপ্ত করেছে বলে জানা যাচ্ছে।

আরও পড়ুনঃ অভিষেকের নির্দেশে ‘বিশেষ’ কর্মসূচি! ED-র হাজিরা এড়ালেন কেন? বোমা ফাটালেন জীবনকৃষ্ণ!

সংশ্লিষ্ট সংস্থার ঠিকানা হিসেবে রয়েছে ৩০ নম্বর স্ট্র্যান্ড রোড। ভুয়ো ঠিকানা ব্যবহার করা হয়েছে বলে খবর। ২০২১-২২ অর্থবর্ষে ওই সংস্থার অ্যাকাউন্টে ৫ কোটি টাকা এসেছে বলে জানা যাচ্ছে। সদ্য গ্রেফতার হওয়া বিদেশ এবং মুকুলের কাছ থেকে ওই টাকা এসেছে। সব মিলিয়ে এখনও অবধি ১৩টি কোম্পানির খোঁজ পাওয়া গেল।

jyotipriya mallick health report

নতুন করে যে ৫টি সংস্থার হদিশ মিলেছে সেগুলির নাম হল, ইএইচ গ্রীনিশ কোম্পানি, ইএইচ ইঞ্জিনিয়ারিং কোম্পানি, ইএইচ সেন্ট্রা অ্যান্ড মার্ট কোম্পানি, ইএইচ গ্রীনরাশ কোম্পানি এবং ইএইচ পিকাসো কোম্পানি। এখনও অবধি ১৩টি সংস্থার হদিশ মিলেছে, তার মধ্যে কোথাও পার্টনার হিসেবে, কোথায় আবার ডিরেক্টর হিসেবে রয়েছে জ্যোতিপ্রিয়র (Jyotipriya Mallick) নাম। এর ফলে প্রাক্তন খাদ্যমন্ত্রী আরও বড় বিপাকে পড়বেন কিনা আপাতত দেখা দিয়েছে সেই প্রশ্ন।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর