দুজনেরই ইচ্ছাপূরণ! SSKM এর তিনতলায় ‘কাকু’, দোতলায় বালু, জমবে গপ্প?

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ মঙ্গলবার আচমকাই অসুস্থ হয়ে পড়েন রেশন দুর্নীতিতে (Ration Scam) ধৃত রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্ৰিয় মল্লিক (Jyotipriya Mallick)। জেলযাত্রার ৯ দিনের মাথায় গতকাল সন্ধ্যাতেই তাকে তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় SSKM হাসপাতালে। প্রেসিডেন্সি জেল থেকে এনে প্রথমে এসএসকেএম এর কার্ডিওলজির জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয় মন্ত্রীমশাইকে।

balu 7

এসএসকেএম এ বালু

সূত্রের খবর, পরে সেখান থেকে কার্ডিওলজি ব্লকের কেবিনে ভর্তি করা হয় জ্যোতিপ্রিয়কে। একাধিক পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে তার। যদিও পরে নিউরো মেডিসিন, মেডিসিনের চিকিৎসকের তত্ত্বাবধানে মঙ্গলবার এস‌এসকেএমে রাখা হল জ্যোতিপ্রিয় মল্লিককে। আপাতত তার ঠিকানা শহরের নামী সরকারি হাসপাতাল SSKM.

বেজায় অসুস্থ মন্ত্রীমশাই

প্রেসিডেন্সি জেল সূত্রে জানা যাচ্ছে, মঙ্গলবার বিকেলে মন্ত্রীর রক্তে শর্করার মাত্রা অস্বাভাবিক বৃদ্ধি পায়। হৃদযন্ত্রে সমস্যা রয়েছে। মন্ত্রীর হার্ট রেটও অস্বাভাবিক। বিকেলে তাকে অক্সিজেনও দেওয়া হয়। এরপরই তড়িঘড়ি মন্ত্রীকে SSKM হাসপাতালে পাঠানোর সিদ্ধান্ত নেন চিকিৎসকরা।

আরও পড়ুন: শিক্ষা-খাদ্য দুর্নীতি অতীত! এবার শৌচাগার দুর্নীতি নিয়ে শোরগোল রাজ্যে, ঘটনা শুনলে অবাক হবেন

একই জায়গায় কালীঘাটের কাকুও

প্রসঙ্গত, এই কার্ডিওলজি ব্লকের‌ই তিন তলায় এক নম্বর কেবিনে রয়েছেন ‘ফেমাস’ কালীঘাটের কাকু, অর্থাৎ সুজয়কৃষ্ণ ভদ্র (Sujaykrishna Bhadra, Kalighater Kaku)। নিয়োগ দুর্নীতি মামলায় তার ও ঠাঁই হয়েছিল প্রেসিডেন্সি জেলে। তবে শারীরিক অসুস্থতার কারণে বর্তমানে তিনি হাসপাতালে ভর্তি রয়েছেন। এক-দু’দিন নয় প্রায় তিনমাস থেকে এস‌এসকেএমে চিকিৎসাধীন সুজয় ভদ্র।

আরও পড়ুন: হাওড়ায় প্লাস্টিকের ব্যবসায়ীর গাড়ি থেকে উদ্ধার টাকার পাহাড়! অঙ্ক শুনলে ভিরমি খাবেন

হাসপাতাল সূত্রে খবর, কাকুর শারীরিক মানসিক কোনও অবস্থাই ঠিক নেই। তাই কবে তিনি হাসপাতাল থেকে জেলে ফিরবেন সেটাও কাটও জানা নেই। আর এবার জ্যোতিপ্ৰিয় ওরফে বালুকেও আনা হয়েছে কার্ডিওলজি ব্লকে। তবে কার্ডিওলজি ব্লকে ভর্তি হয়েও কার্ডিওলজির চিকিৎসকদের তত্ত্বাবধানে নেই তিনি। কাকুর পর এবার মন্ত্রীমশাই কতদিনের অতিথি হয়ে এস‌এসকেএম এ থাকবেন সেটাই এবার দেখার।

Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

X