মাস্টরস্ট্রোক ED-র! এল পাকা ‘প্রমাণ’, জ্যোতিপ্ৰিয় মামলায় অবশেষে বিরাট নির্দেশ হাইকোর্টের

বাংলা হান্ট ডেস্কঃ সম্প্রতি জেলবন্দি জ্যোতিপ্ৰিয় মল্লিকের (Jyotipriya Mallick) স্বাস্থ্যপরীক্ষার রিপোর্ট নিয়ে আদালতে সংশয় প্রকাশ করেছিল তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (Enforcement Directorate’s)। এরপর ইডির আর্জি মেনে দ্বিতীয়বার জ্যোতিপ্ৰিয়র স্বাস্থ্যপরীক্ষা করানোর নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। তড়িঘড়ি কমান্ড হাসপাতালে স্বাস্থ্যপরীক্ষা করানো হয় জ্যোতিপ্ৰিয় ওরফে বালুর। বুধবারই আদালতে সেই মেডিক্যাল রিপোর্ট জমা দিয়েছে ইডি। যা নিয়ে আরও বিপাকে রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী।

ইডির জমা করা রিপোর্টে দেখা গিয়েছে, আগের চেয়ে অনেকটাই ভাল আছেন জ্যোতিপ্রিয়। পাশাপাশি এসএসকেএমের রিপোর্টের সঙ্গে কমান্ড হাসপাতালের রিপোর্টের অনেক ফারাকও আছে। যা দেখে কলকাতা হাই কোর্টের বিচারপতি শুভ্রা ঘোষের বক্তব্য, এ ভাবে অসুস্থতার অজুহাত দেখিয়ে জামিন পাবেন না অভিযুক্ত।

এর আগে হাইকোর্টে প্রাক্তন খাদ্যমন্ত্রীর শারীরিক অসুস্থতার কথা জানিয়ে জামিনের আবেদন করেছিলেন জ্যোতিপ্ৰিয়র আইনজীবী। সেই সময় স্বাস্থ্যপরীক্ষার রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। আদালতের নির্দেশ মতো জ্যোতিপ্রিয়র মেডিক্যাল রিপোর্ট পড়লেও তা নিয়ে সংশয় প্রকাশ করে ইডি। জেল কর্তৃপক্ষের দেওয়া রিপোর্ট নিয়ে সন্দেহ প্রকাশ করা হয়। এরপরই নিজেদের পছন্দ মতো জায়গায় জ্যোতিপ্ৰিয়র স্বাস্থ্যপরীক্ষা করাতে চেয়ে আর্জি জানায় ইডি।

সেই মতো দ্বিতীয়বার পরীক্ষা করাতেই বদলে গেল রিপোর্ট। বৃহস্পতিবার কমান্ড হাসপাতালের রিপোর্ট পেশ করেন ইডির আইনজীবী। প্রাক্তন মন্ত্রীর ২০২০ সাল এবং গত এপ্রিল মাসের ব্লাড সুগারের রিপোর্ট দেখিয়ে ইডির সওয়াল, ২০২০ সালে জ্যোতিপ্রিয়ের রক্তে শর্করার গড় মাত্রা এখনকার তুলনায় অনেকটাই বেশি ছিল। এপ্রিল মাসেও তাই।

ইডির সওয়াল, যখন তার শরীরে অনেক বেশি সুগার ছিল সেই নিয়েই তিনি মন্ত্রিত্ব সামলেছিলেন। বর্তমানে সেই তুলনায় সুগার অনেক কম। শরীর খারাপে অজুহাত দেখিয়ে এখন জামিন চাওয়া হচ্ছে। এরপরই জ্যোতিপ্ৰিয়র জামিনের আর্জি খারিজ করে দেয় কলকাতা হাইকোর্ট। বিচারপতি বলেন চাইলে অন্য যুক্তিতে জামিনের আবেদন করতে পারেন জ্যোতিপ্ৰিয়।

jyotipriya mallick

আরও পড়ুন: বিরতি কাটিয়ে আবার কামব্যাক করছেন দীপান্বিতা! কোন চ্যানেলে ফিরছেন ছোটপর্দার ‘তুঁতে’?

প্রসঙ্গত, গত বছর অক্টোবর মাসে পুজোর পর পরই রেশন দুর্নীতি মামলায় ইডির (ED) হাতে গ্রেফতার হন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্ৰিয় মল্লিক ওরফে বালু। তারপর থেকে জেলেই দিন কাটছে তার। বছর ঘুরে ফের পুজো চলে এল। তবে জ্যোতিপ্ৰিয় এখনও জেলেই।


Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর