বাংলা হান্ট ডেস্ক : বিধানসভা ভোটের দামামা বেজে গেছে ২০২১ এর বিধানসভা ভোটের আগে রণকৌশল সাজাতে মরিয়া বিজেপি এবং তৃণমূল।
বিজেপি স্বপ্ন দেখছে তারা এবার বাংলা দখল করবে, এদিকে তৃণমূল একাংশ জমি ছাড়তে নারাজ। দুদিন আগে নিউটাউনের প্রায়৪০ টি ঘর পু্ঁড়ে যায়। সেখানে আসেন রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক তিনি বলেন, ‘দিলীপ ঘোষ চিটিংবাজ তিনি ব্যবসায়ীদের কাছ থেকে বিপুল অঙ্কের টাকা নেন, পশ্চিমবঙ্গে ৭৭হাজার বুথে আছে সেখানে ১০হাজার এজেন্ট দিতে পারবেনা বিজেপি এবং উত্তর২৪পরগনা ৩৩ টি আসনের মধ্যে ৩৩টি আসুনে জয়লাভ করবে না বিজেপি। দিলীপ ঘোষ টু পাস করেছে বলে দাবি করেন,তিনি আরো বলেন দিলীপ ঘোষের চরিত্র নিয়ে।
জ্যোতিপ্রিয় মৌল্লিক এই প্রথমবার নয় এর আগেও একাধিকবার সিপিএম কেউ আক্রমণ করেছে। একটা সময় তৃনমূলকে বলেছিল যখনই কোন সিপিএম বন্ধুর সাথে দেখা হবে সেখানে যেন কোনো তৃণমূল বন্ধু তার পাশে না বসে। বারবার কুকথা বলেন জ্যোতিপ্রিয় মল্লিক বলে দাবী রাজনৈতিক মহলের। এই বিষয়ে বিজেপির পক্ষ থেকে এখনও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি কিন্তু ভোট যতই কাছে তত্ত্বই রাজনৈতিক পারদ চড়ছে।
দিলীপ ঘোষকে কুকথায় আক্রমণ করার পর এই নিয়ে সমালোচনা শুরু করেছে বিভিন্ন রাজনৈতিক দল, সিপিএমের পক্ষ থেকে দাবি করা হয়েছে তৃণমূলের এটাই শিষ্টাচার।